প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপের শেষ ম্যাচে গোলশূ্ন্য ড্র এটিকে মোহনবাগান। মঙ্গলবার হিরো সুপার কাপ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-র যুব দলের বিরুদ্ধে অনেক চেষ্টা করেও গোল করতে পারেননি হিরো আইএসএল চ্যাম্পিয়ন দলের যুব ফুটবলাররা। এই ড্রয়ের ফলে এটিকে মোহনবাগান তিন ও বেঙ্গালুরু এফসি চার নম্বরে থেকে লিগ পর্ব শেষ করল।

রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পর সোমবার বিকেলে নভি মুম্বইয়ের রিলায়্যান্স কর্পোরেট পার্কে মুখোমুখি হয় দুই দল। তবে কেউই একে অপরের বিরুদ্ধে অযথা ঝুঁকি নিতে চায়নি। যথেষ্ট সাবধানতা অবলম্বন করে শেষ পর্যন্ত খালি হাতে ঘরে ফেরে দু’পক্ষই।

দুই দলই এ দিন একাধিক গোলের সুযোগ পায়। প্রথমার্ধে বিপক্ষের গোলের একেবারে কাছে পাওয়া সুযোগ হারায় বেঙ্গালুরু। এটিকে মোহনবাগানের দুর্ভেদ্য রক্ষণে চিড় ধরানোর মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। বিরতির ঠিক আগে দুই দলেরই একজন করে সদস্য কমে যায় সবুজ-মেরুন শিবিরের লালরিনলিয়ানা হ্নামতে ও বেঙ্গালুরুর হরমনপ্রীত সিং লাল কার্ড দেখায়।

ফলে দ্বিতীয়ার্ধে দুই দলেরই আক্রমণের তীব্রতা আরও কমে যায়। লিগ পর্বে বেঙ্গালুরু কোনও পয়েন্ট না পেলেও এটিকে মোহনবাগান প্রথম ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ ড্র করায় এক পয়েন্ট নিয়ে লিগ শেষ করল। কলকাতার দলের স্প্যানিশ কোচ জোসেপ মারিয়া রোমা গিলবার্ট বলেন, “ম্যাচটা যে গোলশূন্য অবস্থায় শেষ হবে, তা একবারও ভাবিনি। জয়ের কথা ভেবেই মাঠে নেমেছিলাম এবং জয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলাম”।

দেশের একমাত্র আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রিমিয়ার লিগ ক্লাব এভার্টন এফসি, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এফসি ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এফসি-র যুব দল। ভারতের চার দল এটিকে মোহনবাগান, সুদেভা দিল্লি এফসি, রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস এবং বেঙ্গালুরু এফসি-ও অংশ নিচ্ছে। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ওয়েস্ট হ্যাম, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু ও স্টেলেনবশ। ‘বি’ গ্রুপে আছে সুদেভা, এভার্টন, উলভারহ্যাম্পটন ও রিলায়্যান্স ফাউন্ডেশন।

এ দিন ‘এ’ গ্রুপের অপর ম্যাচে ওয়েস্টহ্যামের বিরুদ্ধে ৩-৩ ড্র করে ফাইনালে জায়গা নিশ্চিত করে নিল গতবারের চ্যাম্পিয়ন স্টেলেনবশ। আগামী ২৬ মে তারা ফাইনালে খেলবে অপর গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে।