প্লে-অফে যাওয়ার রাস্তা আরও একটু কঠিন করে ফেলল এটিকে। আজ, রবিবার শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে এফসি পুণে সিটির ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে ২-২ গোলে ড্র করল স্টিভ কপলের ছেলেরা। ম্যাচের ১৭ মিনিটের মাথায় এম.স্টানকোভিক এর গোলে এগিয়ে যায় পুণে। কিন্তু কলকাতা যে আজ মাঠের জবাব মাঠেই দেবে, তা ঠিক করেই নেমেছিল। সুতরাং, মাত্র ৬ মিনিটের মধ্যে উত্তর দিলেন জয়েশ রানে। ২৩ মিনিটে তাঁর গোলে ১-১ করে দলের সমতা বজায় রাখে এটিকে। এরপর প্রথমার্ধের বাকি সময় দুই দলই ক্রমাগত চেষ্টা চালিয়েও গোলের মুখ খুলতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল মরিয়া ফুটবল খেলতে শুরু করে। যার ফলে পুণে বারবার ফাউল করতে থাকে। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় এটিকে। ৬১ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি কলকাতার বিদেশি ফুটবলার এডু গার্সিয়া। তবে এটিকে জয়ের ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৭৫ মিনিটে প্রাক্তন এটিকে খেলোয়াড় রবিন সিং দুরন্ত হেডে পুণের হয়ে সমতা ফেরান। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মোট ৪টি হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের সেরা হন এটিকের এডু গার্সিয়া। তবে খেলা শেষে পয়েন্ট টেবিলে কোনও উন্নতি হল না এটিকের। ১৪ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ স্থানেই রয়ে গেল। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে কপলের দল।

এখানে ম্যাচ হাইলাইট দেখুন: