প্রথম দুই ম্যাচ থেকে পয়েন্ট শূন্য, তাও আবার ঘরের মাঠেই দুই ম্যাচে পরাস্ত। এ টি কে কর্তারা যেরকম দল গরে দিয়েছিলেন তাতে এ টি কে কে এই মরসুমে চ্যাম্পিয়নশিপের দাবিদার বলা হছিল। কিন্তু আই এস এলের এই মরসুমের শুরুটা তাদের একদম ভাল হয়নি। তাই কেরালা এবং নর্থইস্ট ম্যাচ পেছনে ফেলে দিল্লি ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া স্টিভ কপেল এবং কোং।

এ টি কে সমর্থকদের জন্য খুশির খবর হল যে এই ম্যাচ থেকেই তারা রক্ষণভাগের নির্ভরযোগ্য সৈন্য আন্দ্রে বিকেকে পুরো সুস্থ অবস্থায় পাবে এবং তিনি চোট কাটিয়ে পু্রো ৯০ মিনিট মাঠে দেওয়ার জন্য তৈরি। আন্দ্রে বিকের অন্তর্ভুক্তি স্টিভ কপেল কে রক্ষণভাগ আরো জমাট করতে সাহায্য করবে। আন্দ্রে বিকে এশে যাওয়াতে স্বাভাবিক ভাবেই বাদ পড়তে চলেছেন ব্রাজিলিয়ান গারসন ভিয়েরা। বিকে যেরকম রক্ষণকে ভরসা দেবেন সেরকম মিডফিল্ডেও খেলতে পারেন।

শুধু বিকে নয়, এ টি কে শিবিরের জন্য আরও খুশির খবর হল অ্যাটাকিং লাইনে কালু উচে ৯০ মিনিট খেলার জন্য পুরো সুস্থ। আগের দুটো এ টি কে গোল করার লোকের অভাবে যে ভুগছিল সেটা স্পষ্ট ভাবে দেখা যায়। তাই ফর্মে না থাকা এভারটন স্যান্টসের জায়গায় আসতে চলেছেন ৩৫ বছরের এই নাইজেরীয়। এই ম্যাচটি কালু উচের কাছে অন্য এক মাত্রা পাবে কারন আগের মরসুম এই দিল্লি দলেই খেলে কালু ভারতীয় ফুটবলে নিজের নাম অর্জন করেন। এটা কালুর কাছে একরকম ঘরে ফিরে আসা। কালু উচের সাথে বলবন্ত সিংহের জায়গা পরিবর্তন হতে চলেছে। লেফট উইং থেকে তিনি তার পছন্দের স্ট্রাইকারে খেলতে চলেছেন। বাকি দল মোটামুটি অপরিবর্তিত থাকতে চলেছে।

অন্যদিকে, দিল্লি ডাইনামোস এফ সি হেড কোচ জসেপ গাম্বউ পুনে সিটির বিরুধ্যে খেলা দলটি নামাতে চলেছেন। পুনের বিরুধ্যে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। দিল্লি গোলের জন্য তাকিয়ে থাকবেন তাদের ত্রিফলা লালিয়ানযুয়ালা চাংটে, নন্দকুমার এবং আন্দ্রিজা কালুদেরভিচ। এ টি কে শেষমেশ মরসুমের প্রথম জয়ের মুখ দেখতে পাবে কিনা তা জানতে গেলে এ টি কে সমর্থকদের কাল রাত সাড়ে ৯টা অবধি অপেক্ষা করতে হবে।