এই লেখাটি ইংরেজিমালয়লামেও পড়তে পারেন।

আগামী ১৪ অক্টোবর এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ভারত তাদের হোম ম্যাচটি খেলবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই খবর জানিয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) এফসি গোয়ার হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত এই স্টেডিয়াম। এখানেই হবে 'ব্লু টাইগার্স'-এর গ্রুপপর্বের চতুর্থ ম্যাচ। এর আগে, ৯ অক্টোবর দুই দল মুখোমুখি হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে।

এআইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে: “সিনিয়র ভারতীয় পুরুষদের জাতীয় দল অক্টোবরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দু'বার খেলবে। প্রথম ম্যাচটি ৯ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর পর দুই দল গোয়ায় যাবে এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগ খেলতে।”

বাছাইপর্বে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে ভারত বর্তমানে গ্রুপে সবার নীচে অবস্থান করছে। সিঙ্গাপুরের বিরুদ্ধে এই দুটি ম্যাচ খালিদ জামিলের দলের জন্য বাঁচা-মরার লড়াই হতে চলেছে। কারণ, কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই এএফসি এশিয়ান কাপ ২০২৭-এ যোগ্যতা অর্জন করবে।

বর্তমানে সিঙ্গাপুর ও হংকং—দু’দলই চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ, যাদের সঙ্গে ভারত মার্চ মাসে হোম ম্যাচে ড্র করেছিল, তারা এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

এই জায়গা থেকে উঠে আসতে গেলে ভারতকে এই দুই ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করতেই হবে।