প্রিভিউ: চেন্নাইনের বিরুদ্ধে লিগ ডাবলের সুযোগ উজ্জীবিত মহমেডানের
গোল করতে না পারি, প্রতিপক্ষকেও গোল করতে দেব না, নিজেদের রক্ষণকে দুর্ভেদ্য করে তুলব- এটাই এখন তাদের নতুন মন্ত্র, যা পালন করে উপকারও পেয়েছে মহমেডান এসসি।

ওডিশা এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচে গোলশূন্য ড্র করার পর গত ম্যাচে পয়েন্ট টেবলের দু’নম্বর দলের বিরুদ্ধে জিতে মহমেডান এসসি শিবির আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। এই পরিস্থিতিতে তাদের চেয়ে দু’ধাপ ওপরে থাকা চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে সাদা-কালো বাহিনীর তৃতীয় জয় আশা করতেই পারেন সমর্থকেরা।
এখন পর্যন্ত যেখানে সাফল্যের ধারাবাহিকতা দেখাতে পারেনি কলকাতার এই দল, তাদের খেলায় দেখা গিয়েছে শুধুই ব্যর্থতার ধারাবাহিকতা, তাই কিছুটা অপেক্ষা তো করতেই হবে। পরপর দুই ম্যাচে জেতার মতো অবস্থায় তারা সত্যিই এসেছে কি না, সেটাই দেখার। অনেকেরই নিশ্চয়ই মনে আছে, এই চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে নেমে আইএসএলের প্রথম জয়টি অর্জন করেছিল মহমেডান। সে ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ।
বেঙ্গালুরু-জয়ই প্রেরণা
সেই জয়ের প্রায় সাড়ে তিন মাস পর, গত শনিবার লিগের দ্বিতীয় জয় পায় মহমেডান। ওডিশা, নর্থইস্ট ইউনাইটেডের মতো প্রচুর গোল দেওয়া দলকে কোনও গোল করতে না দেওয়ার পর সে দিন আরও এক গোল-ক্ষুধার্ত দল বেঙ্গালুরুকেও আটকে তো রাখেই, টানা পাঁচটি ম্যাচে গোলহীন থাকার পর গোলের খারাও কাটায় তারা। ম্যাচের শেষ দিকে বিশ্বমানের এক ফ্রিকিক থেকে সরাসরি জালে বল জড়িয়ে দিয়ে দলকে দুর্দান্ত এক জয় উপহার দেন তাদের উজবেক মিডফিল্ডার মির্জালল কাসিমভ।
এই জয়ই এখন প্রেরণা জোগাচ্ছে গোটা দলকে। তাদের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ এর আগে বলেছিলেন, একবার জয় পাওয়া শুরু করলে তারা আসল ছন্দে ফিরে আসবে। সত্যিই তা সম্ভব কি না, তা বুধবারের ম্যাচেই বোঝা যাবে। মহমেডান কোচ অবশ্য গত ম্যাচে জয়ের কথা ভুলে সামনে দিকে তাকাতে বলছেন তাঁর দলের ফুটবলারদের। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পয়েন্ট পাওয়া সব সময়ই ভাল। কিন্তু আমরা যেমন হারগুলোকে ভুলে গিয়ে এগিয়ে এসেছি, তেমনই সামনের দিকে তাকানোর আগে সেই জয়কেও ভুলে যেতে হবে। চেন্নাইনকে আমরা আগেও হারিয়েছি ঠিকই কিন্তু সে অনেক দিন আগে। তখন পরিস্থিতি অন্য রকম ছিল। এই ম্যাচেও আমরা জিততেই চাই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ওরা খারাপ দল নয়। ওদের একজন অভিজ্ঞ কোচ আছেন। একবার লিগ খেতাবও জিতেছেন তিনি। ওরা গতিময় ফুটবল খেলে, পায়ে বেশিক্ষণ বল রাখে না। লড়াকু দলটা। ওদের বিরুদ্ধে আমাদের নিজেদের সেরা ফুটবল খেলতে হবে”।
চেন্নাইনের বিরুদ্ধে প্রথম লিগের ম্যাচে শুরুর চাপ সামলে যে ভাবে পাল্টা আক্রমণ হেনে প্রতিপক্ষকে কাবু করে সাদা-কালো বাহিনী, তা ছিল প্রশংসার যোগ্য। এ জন্য অবশ্য চেন্নাইনের রক্ষণকেও দায়ী করা যায়। তাদের ভুল কাজে লাগিয়েই ৩৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ২২ বছর বয়সী মিডফিল্ডার লালরেমসাঙ্গা ফানাই। ম্যাচের শেষে সংযুক্ত সময়ে পেনাল্টি পেয়েও সেই সুযোগ হাতছাড়া করেন সিজার মানজোকি। এ ছাড়াও আরও একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মহমেডানের অ্যাটাকাররা। অসাধারণ ডিফেন্সিভ দক্ষতারও পরিচয় দেন রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভের দলের ফুটবলাররা। সেই ম্যাচের পারফরম্যান্সই ফিরিয়ে আনতে চান চেরনিশভ।
ছন্দহীন চেন্নাইন এফসি
সেই হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চেন্নাইন এফসি। হারায় নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে। এফসি গোয়ার সঙ্গে ২-২ ড্র করে। জামশেদপুরে গিয়ে তাদের দলকে ৫-১-এ হারিয়ে আসে। কিন্তু পরপর তিন ম্যাচে কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি-র কাছে হেরে অনেকটা পিছিয়ে পড়ে তারা। তার পর থেকে ছন্দ, ধারাবাহিকতা দুটোই নষ্ট হয়েছে তাদের। তবে গত ম্যাচে ওডিশার বিরুদ্ধে ৮০ মিনিট পর্যন্ত দু’গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র করায় তাদের আত্মবিশ্বাসে কম ঘা লাগেনি। শেষ মুহূর্তে তাদের গোলকিপার মহম্মদ নাওয়াজের ভুলে তাঁর নিজ গোলে তিন পয়েন্ট হাতছাড়া হয় আওয়েন কোইলের দলের। এর চেয়ে বড় আফসোস আর কীই বা হতে পারে?
গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। এর মধ্যে তিনটিতে হার ও একটি ড্র। এই পাঁচ ম্যাচে পাঁচ গোল দিয়ে ন’গোল খেয়েছে তারা। দলের ২১ গোলের মধ্যে আটটি গোল করেছেন তাদের কলম্বিয়ান ফরোয়ার্ড উইলমার জর্ডন গিল। গোলের জন্য মূলত তাঁর ওপরই নির্ভর করে থাকে দলটি। প্রতিপক্ষ যদি তাঁকে আটকে রাখতে পারে বা কড়া পাহাড়ায় রাখতে পারে, তা হলে চেন্নাইনকে অনেকটাই অকেজো করে দেওয়া যেতে পারে। মহমেডান নিশ্চয়ই সেই রাস্তাতেই হাঁটবে। যে ভাবে তারা আলাদিন আজারেই, দিয়েগো মরিসিও, সুনীল ছেত্রীদের আটকে বাজিমাত করেছে, সে ভাবেই গিলকে আটকে রাখার পরিকল্পনা নিশ্চয়ই করবে তারা। নিশ্চয়ই নজরে রাখবে তিন গোল করা ইরফান ইয়াডওয়াডকেও।
ফারুখ চৌধুরি, ড্যানিয়েল চিমা, লুকাস ব্রামবিলারা দুটি করে গোল করলেও ধারাবাহিক সাফল্য পাননি। গত পাঁচটি ম্যাচে এঁরা কোনও গোল করতে পারেননি। অথচ তার আগে ৫-১-এ জামশেদপুরকে হারায় তারা। এই ধারাবাহিকতার অভাবই ভোগাচ্ছে আওয়েন কোইলের দলকে। চেন্নাইন এফসি তাদের শেষ তিন অ্যাওয়ে ম্যাচে হেরেছে এবং একটি গোলও করতে পারেনি। এই পরিসংখ্যানও উদ্বুদ্ধ করে তুলতে পারে তাদের প্রতিপক্ষকে। গত তিন ম্যাচে জয়হীন চেন্নাইন এফসি-র কোচ কোইলের ধারনা, “আমরা যদি রক্ষণকে আরও আঁটোসাঁটো করতে পারি, তা হলে ফের জেতা শুরু করব। আমাদের পারফরম্যান্স যে জায়গায় ছিল, সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে”।
কৌশল বদলে ছন্দে ফেরা
গত তিন ম্যাচে মহমেডান এসসি যে তাদের খেলার নীতি ও কৌশল বদলেছে, তা বোঝাই গিয়েছে। কী সেই নীতি? গোল করতে না পারি, প্রতিপক্ষকেও গোল করতে দেব না, নিজেদের রক্ষণকে দুর্ভেদ্য করে তুলব- এটাই এখন তাদের নতুন মন্ত্র, যা পালন করে উপকারও পেয়েছে তারা। দুই ম্যাচে দুই পয়েন্ট অর্জন করার পর গত ম্যাচে তিন পয়েন্টও জিতেছে তারা। বুধবার সেই নীতি অক্ষরে অক্ষরে পালন করলে ঘরের মাঠে মাঠে প্রথম জয় আসতেও পারে। তবে চোট-আঘাতের সমস্যা এখনও রয়েছে তাদের। দলের বিদেশী ফরোয়ার্ড সিজার মানজোকি অনির্দিষ্টকালের জন্য নেই, সামাদ আলি মল্লিকও এই ম্যাচে অনিশ্চিত। তবে আর এক বিদেশী, ডিফেন্ডার জোসেফ আজেই চোট সারিয়ে দলে ফিরে আসতে পারেন বলে জানিয়েছেন কোচ। তিনি আসায় দলের রক্ষণ আরও শক্তপোক্ত হতে পারে ঠিকই। কিন্তু গত ম্যাচের উইনিংস কম্বিনেশন মহমেডান ভাঙবে কি না, এটাই দেখার।
পরিসংখ্যান-তত্ত্ব
চেন্নাইন এফসি-র বিরুদ্ধে প্রথম লিগের ম্যাচে জয় পেয়েছে মহমেডান এসসি, যা ছিল চলতি লিগে তাদের প্রথম জয়। বুধবার ফের জিততে পারলে লিগ ডাবল হবে কলকাতার দলের। অভিষেক মরশুমে আজ পর্যন্ত কোনও দল চেন্নাইনের বিরুদ্ধে লিগ ডাবল করতে পারেনি। অর্থাৎ, বুধবার জিতলে লিগের ইতিহাসে এক নতুন মাইলস্টোন প্রতিষ্ঠা করতে পারবে সাদা-কালো বাহিনী। গত তিন ম্যাচেই ক্লিন শিট বজায় রেখেছে তারা। বুধবারও গোল না খেলে প্রথম আইএসএলে সবচেয়ে বেশি ক্লিন শিটের ধারাবাহিকতার জন্য মুম্বই সিটি এফসি-কে ছুঁয়ে ফেলবে তারা। সবচেয়ে বেশি, ৬টি, হেডে গোল খেয়েছে মহমেডানই। পাঞ্জাব এফসি ও হায়দরাবাদ এফসি-ও অবশ্য একই সংখ্যক গোল খেয়েছে হেডে। চেন্নাইন এফসি এ মরশুমে চারটি গোল করেছে হেডে।
চেন্নাইন এফসি তাদের শেষ তিন অ্যাওয়ে ম্যাচেই হেরেছে এবং একটি গোলও করতে পারেনি। ২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪-এর ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার ম্যাচে গোলহীন ও জয়হীন থাকে তারা। বুধবারও গোল ও জয় না পেলে দলের সেই নজির ছুঁয়ে ফেলবে তারা।
ম্যাচ- মহমেডান এসসি বনাম চেন্নাইন এফসি
ভেনু- কিশোরভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
কিক অফ- ১৫ জানুয়ারি, ২০২৪, সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং
স্পোর্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ; জিও সিনেমা- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম