ইন্ডিয়ান সুপার লিগ ২৪-২৫-এ মহমেডান স্পোর্টিং ক্লাবও
২০২৩-২৪ আই-লিগ শিরোপা জয়ের পর মহামেডান এসসি আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করা দ্বিতীয় ক্লাব হিসেবে জায়গা করে নিয়েছে

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাব (এমএসসি)। শনিবার লিগের তরফ থেকে তাদের অন্তর্ভুক্তির ঘোষণা করা হল।
২০২৪-২৫ মরশুম থেকে দেশের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব মহমেডান স্পোর্টিং ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করবে। যার ফলে আইএসএলে ক্লাবের সংখ্যা দাঁড়াবে ১৩। ২০২৩-২৪ আই-লিগ শিরোপা জয়ের পর, মহামেডান এসসি আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করা দ্বিতীয় ক্লাব হিসেবে জায়গা করে নিয়েছে, পাঞ্জাব এফসি-র পর।
গত মরশুমে ১৩ দলের আই লিগে ২৪টি ম্যাচে ১৫টি জয় ও সাতটি ড্র-সহ মোট ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং। এই সাফল্যের ফলেই এ বার আইএসএলে খেলবে তারা। কলকাতার দুই প্রধান মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি গত চার বছর ধরে খেলছে। আইএসএলে। এ বার আর এক প্রধানকেও দেখা যাবে দেশের সেরা ফুটবল লিগে। বাংলার ফুটবলপ্রেমীদের কাছে যা বেশ খুশির খবর।