আইএসএল ২০২৪–২৫: ফ্যানদের বাছা মরশুমের সেরা গোল, যা যা জানা দরকার
ফ্যানরা তাঁদের পছন্দের গোলগুলির জন্য ভোট দিতে পারবেন, যা নকআউট পর্বে পৌঁছবে এবং অবশেষে একটি গোল মরশুমের সেরা হিসেবে নির্বাচিত হবে।

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪–২৫ মরশুম জুড়ে অনেক জাদুময় মুহূর্ত তৈরি করেছে, কিন্তু কিছু গোল বিশেষভাবে নজর কাড়ে। এবার, সেই সেরা গোলটি বেছে নেওয়ার দায়িত্ব ফুটবলপ্রেমীদের।
মোট ৩২টি গোলকে বাছাই করা হয়েছে, আর এই প্রতিযোগিতা চলবে চার ধাপে ভোটাভুটির মাধ্যমে, যা শুরু হবে মঙ্গলবার, ২৭ মে থেকে।
ফ্যানরা তাঁদের পছন্দের গোলগুলোর জন্য ভোট দিতে পারবেন, যা নকআউট ফরম্যাটে পৌঁছে যাবে এবং অবশেষে একটি গোল মরশুমের সেরা গোল হিসেবে নির্বাচিত হবে।
গ্রুপভিত্তিক ফ্যান গোল অব দ্য সিজন মনোনয়নসমূহ:
গ্রুপ A
রেই তাচিকাওয়া (জেএফসি) বনাম ইবিএফসি
সুনীল ছেত্রী (বিএফসি) বনাম ওএফসি
পুলগা ভিদাল (পিএফসি) বনাম ইবিএফসি
আলাদিন আজারেই (এনইইউএফসি) বনাম জেএফসি
ব্রাইসন ফার্নান্ডেজ (এফসিজি) বনাম ওএফসি
রবি হাঁসদা (এমএসসি) বনাম পিএফসি
হাভিয়ে হার্নান্দেজ (জেএফসি) বনাম এমবিএসজি
সৌরভ কে (এইচএফসি) বনাম কেবিএফসি
গ্রুপ B
জিকসন সিং (ইবিএফসি) বনাম সিএফসি
জর্ডান মারে (জেএফসি) বনাম এফসিজি
নিকোলাওস কারেলিস (এমসিএফসি) বনাম জেএফসি
রামলুঞ্চুঙ্গা (এইচএফসি) বনাম এমএসসি
ইরফান ইয়াডওড (সিএফসি) বনাম জেএফসি
দিয়েগো মরিসিও (ওএফসি) বনাম এনইইউএফসি
ডেভিড লাললনসাঙ্গা (ইবিএফসি) বনাম পিএফসি
সন্দেশ ঝিঙ্গান (এফসিজি) বনাম বিএফসি
গ্রুপ C
ইয়োল ভ্যান নিফ (এমসিএফসি) বনাম জেএফসি
বোরহা হেরেরা (এফসিজি) বনাম এনইইউএফসি
জেসন কামিংস (এমবিএসজি) বনাম জেএফসি
নেস্টর আলবিয়াখ (এনইইউএফসি) বনাম পিএফসি
লাজার সারকোভিচ (জেএফসি) বনাম এফসিজি
মনবীর সিং (এমবিএসজি) বনাম এনইইউএফসি
মোহাম্মদ সনন (জেএফসি) বনাম এমএসসি
মোহাম্মদ আলি বেমামার (এনইইউএফসি) বনাম এমবিএসজি
গ্রুপ D
জেমি ম্যাকলারেন (এমবিএসজি) বনাম কেবিএফসি
স্টিফেন এজে (জেএফসি) বনাম এমবিএসজি
সুনীল ছেত্রী (বিএফসি) বনাম এমসিএফসি
লিস্টন কোলাসো (এমবিএসজি) বনাম জেএফসি
পিভি বিষ্ণু (ইবিএফসি) বনাম কেবিএফসি
মিরজালল কাসিমভ (এমএসসি) বনাম বিএফসি
আপুইয়া রালতে (এমবিএসজি) বনাম জেএফসি
নোয়া সাদাউই (কেবিএফসি) বনাম এনইইউএফসি
ভোটিং ফরম্যাট ও সময়সূচি
পর্ব ১ – রাউন্ড অব ৩২
- ৩২টি গোল চারটি গ্রুপে ভাগ করা হবে (প্রতিটিতে ৮টি করে)।
- ফ্যানরা প্রতিটি গ্রুপ থেকে একটি করে গোলের জন্য ভোট দিতে পারবেন।
- প্রতিটি গ্রুপ থেকে সেরা ৪টি গোল পরবর্তী রাউন্ডে যাবে।
পর্ব ২ – রাউন্ড অব ১৬
- বাকি ১৬টি গোল চারটি গ্রুপে ভাগ করা হবে।
- আবারও, ফ্যানরা প্রতিটি গ্রুপ থেকে একটি করে গোলের জন্য ভোট দেবেন।
- প্রতিটি গ্রুপ থেকে সেরা ২টি গোল কোয়ার্টার ফাইনালে যাবে।
পর্ব ৩ – কোয়ার্টার ফাইনাল
- অবশিষ্ট ৮টি গোল দুইটি নতুন গ্রুপে ভাগ হবে।
- ফ্যানরা প্রতিটি গ্রুপ থেকে তাদের প্রিয় গোল বেছে নেবেন।
- প্রতিটি গ্রুপ থেকে সেরা ২টি গোল ফাইনালে যাবে।
পর্ব ৪ – ফাইনাল
- চূড়ান্ত ৪টি গোল একটি গ্রুপে মুখোমুখি হবে।
- সর্বোচ্চ ভোট পাওয়া গোলটি হবে Fans’ Goal of the Season।
কীভাবে ভোট দেবেন
ফ্যানরা বিভিন্ন মাধ্যমে তাঁদের পছন্দ জানাতে পারবেন:
- অফিসিয়াল লিগ ওয়েবসাইট
- লিগের মোবাইল অ্যাপ
- লিগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলোর সরাসরি লিঙ্ক