পুরস্কারের অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত এফএসডিএলের, সাড়ে ন’কোটি টাকা পর্যন্ত পেতে পারে লিগশিল্ড জয়ীরা
আসন্ন মরশুম থেকে হিরো আইএসএলে লিগশিল্ড জয়ীদের পুরস্কার মূল্য বাড়ছে, শুক্রবার ক্লাবগুলির জন্য এই খুশির খবর ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। জানানো হয়েছে, এক লাফে তিন কোটি টাকা বাড়ানো হচ্ছে লিগ শিল্ডজয়ীদের আর্থিক পুরস্কারের অঙ্ক।


আসন্ন মরশুম থেকে হিরো আইএসএলে লিগশিল্ড জয়ীদের পুরস্কার মূল্য বাড়ছে, শুক্রবার ক্লাবগুলির জন্য এই খুশির খবর ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। জানানো হয়েছে, এক লাফে তিন কোটি টাকা বাড়ানো হচ্ছে লিগ শিল্ডজয়ীদের আর্থিক পুরস্কারের অঙ্ক।
২০১৯-২০ মরশুম থেকে এই লিগ শিল্ড খেতাব চালু করেছে এফএসডিএল। লিগ তালিকায় এক নম্বরে থাকা দল এই শিল্ড অর্জন করে ও এত দিন তার সঙ্গে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার পেত তারা। গত দুই মরশুমে এমনই হয়েছে। তবে এই মরশুম থেকে লিগ তালিকায় এক নম্বরে থাকা দল পাবে সাড়ে তিন কোটি টাকা। পাঁচটি বিভাগে নগদ পুরস্কার দেওয়া হয় হিরো ইন্ডিয়ান সুপার লিগে। সেই পুরস্কারের অঙ্কগুলির মধ্যে বৈষম্য দূর করার উদ্দেশ্যেই এই বিভাগের অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিগ টেবলের শীর্ষস্থানীয় দল শুধু লিগ শিল্ড ও আর্থিক পুরস্কারই পায় না। এশিয়ার সর্ববৃহৎ ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগও পায়। ২০১৯-২০-তে এই সন্মান অর্জন করে এফসি গোয়া। গত হিরো আইএসএলে এই খতাব পায় মুম্বই সিটি এফসি। নক আউট পর্বেও সফল হয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফিও জেতে তারা।
এ বার থেকে হিরো আইএসএল চ্যাম্পিয়ন, অর্থাৎ ফাইনালে জয়ী দল পাবে ৬ কোটি টাকা। আগে তাদের দেওয়া হত আট কোটি টাকা। রানার্স আপ দল আগে যেখানে পেত ৪ কোটি টাকা, সেখানে এখন থেকে পাবে তিন কোটি। অপর দুই সেমিফাইনালিস্ট আগের মতোই পাবে দেড় কোটি টাকা করে।
এই মরশুম থেকে লিগশিল্ড জয়ী ক্লাব সর্বোচ্চ কত আর্থিক পুরস্কার পেতে পারে, তার হিসাব দেওয়া হল:
- লিগ টেবলের শীর্ষে থাকা ক্লাব সাড়ে তিন কোটি টাকা পাবে।
- একই ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতলে তারা মোট ৯.৫ কোটি টাকা পাবে।
- লিগশীর্ষে থাকা ক্লাব ফাইনালে হেরে গেলে বা রানার্স আপ হলে তারা মোট ৬.৫ কোটি টাকা পাবে।
- লিগ টেবলের এক নম্বর দল নক আউটে তৃতীয় বা চতুর্থ স্থান পেলে তারা ৫ কোটি টাকা পাবে।
অর্থাৎ, এ বার থেকে মোট ১৫.৫ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে হিরো আইএসএলে। আগামী ১৯ নভেম্বর হিরো আইএসএল ২০২১-২২ শুরু হতে চলেছে গতবারের ফাইনালিস্ট এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে। গোয়ার ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচ হবে।