আইএসএল সূচী: কলকাতার তিন প্রধানের খেলা কবে, কোথায়, কখন
এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা থেকে মোট তিনটি দল অংশগ্রহণ করবে, যা লিগে অংশ নেওয়া মোট দলের প্রায় এক চতুর্থাংশ।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে চলতি বছরের শেষ পর্যন্ত—এই সাড়ে তিন মাসে ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন তাঁদের প্রিয় তিন দলের কুড়িটি হোম ম্যাচ। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি ছাড়াও কলকাতার আর এক ঐতিহ্যবাহী ক্লাব মহমেডান এসসি এ বারের আইএসএলে যোগ দেওয়ায় এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা থেকে মোট তিনটি দল অংশগ্রহণ করবে, যা লিগে অংশ নেওয়া মোট দলের প্রায় এক চতুর্থাংশ। তাই কলকাতা তথা বাংলার ফুটবলপ্রেমীদের জন্য এ বারের লিগে থাকছে বাড়তি আকর্ষণ।
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত লিগের ১৪ সপ্তাহের যে সূচী প্রকাশ করা হয়েছে রবিবার, সেই সূচী অনুযায়ী মোট ৩৬টি ম্যাচ রয়েছে কলকাতার তিন দলের। এর মধ্যে কুড়িটি হোম ম্যাচ ও ১৬টি অ্যাওয়ে ম্যাচ হবে। ১৩ সেপ্টেম্বর, শুক্রবার, লিগের উদ্বোধনী ম্যাচে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গতবারের লিগজয়ী মোহনবাগান এসজি এবং কাপজয়ী মুম্বই সিটি এফসি মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। এটি গত মরশুমের ফাইনালের পুনরাবৃত্তি।
প্রথম সপ্তাহান্তে, ১৪ সেপ্টেম্বর, শনিবার, বেঙ্গালুরু এফসি ঘরের মাঠে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি-র এবং ১৬ সেপ্টেম্বর, সোমবার ঘরের মাঠ কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে অভিষেক হবে মহমেডান স্পোর্টিং ক্লাবের। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি।
গতবারের লিগশিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে তিনটি করে ও ডিসেম্বরে চারটি ম্যাচ খেলবে। ইস্টবেঙ্গল এফসি-র সেপ্টেম্বর ও অক্টোবরে তিনটি করে ম্যাচ রয়েছে। নভেম্বরে তারা দু’টি ও ডিসেম্বরে পাঁচটি ম্যাচ খেলবে। মহমেডান এসসি-কেও প্রথম দু’মাসে তিনটি করে ম্যাচ, নভেম্বরে দু’টি ও ডিসেম্বরে পাঁচটি ম্যাচ খেলতে হবে।
এই মরশুমে ফুটবলপ্রেমীরা ছ’টি উত্তেজনাপূর্ণ কলকাতা ডার্বি উপভোগ করতে পারবেন। মরশুমের প্রথম দু’টি কলকাতা ডার্বি অক্টোবরে নির্ধারিত হয়েছে – শনিবার, ৫ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান এফসি এবং তার পরে শনিবার, ১৯ অক্টোবর ইস্ট বেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। ৯ নভেম্বর ইস্টবেঙ্গল এফসি ও মহমেডান এসসি একে অপরের মুখোমুখি হবে।
আইএসএলের প্রথম সাড়ে তিন মাসের মধ্যে দু’টি ফিফা উইন্ডো রয়েছে। যার ফলে দুই দফায় সাময়িক ভাবে বন্ধ থাকবে লিগ। প্রথম অবকাশটি থাকবে ৬-১৬ অক্টোবর ও দ্বিতীয় অবকাশ থাকবে নভেম্বরের ১১-২২ তারিখে। এই সময়ে ভারতীয় দলের হয়ে খেলতে যাবেন আইএসএলের বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। এ ছাড়াও এর মধ্যে মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি-কে এএফসি-র টুর্নামেন্টেও নামতে হবে।
কলকাতার তিন দলের ম্যাচ কবে, কোথায়, কখন জেনে নিন:
মোহনবাগান এসজি
১৩ সেপ্টেম্বর- বনাম মুম্বই সিটি এফসি (হোম), ২৩ সেপ্টেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম), ২৮ সেপ্টেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি, ৫ অক্টোবর- বনাম মহমেডান এসসি (হোম), ১৯ অক্টোবর- বনাম ইস্টবেঙ্গল এফসি, ৩০ অক্টোবর- বনাম হায়দরাবাদ এফসি*, ১০ নভেম্বর- বনাম ওডিশা এফসি, ২৩ নভেম্বর- বনাম জামশেদপুর এফসি (হোম), ৩০ নভেম্বর- বনাম চেন্নাইন এফসি (হোম), ৮ ডিসেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, ১৪ ডিসেম্বর- বনাম কেরালা ব্লাস্টার্স (হোম), ২০ ডিসেম্বর- বনাম এফসি গোয়া, ২৬ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি।
ইস্টবেঙ্গল এফসি
১৪ সেপ্টেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি, ২২ সেপ্টেম্বর- বনাম কেরালা ব্লাস্টার্স , ২৭ সেপ্টেম্বর- বনাম এফসি গোয়া (হোম), ৫ অক্টোবর- বনাম জামশেদপুর এফসি (৫.০০), ১৯ অক্টোবর- বনাম মোহনবাগান এসজি (হোম), ২২ অক্টোবর- বনাম ওডিশা এফসি, ৯ নভেম্বর- বনাম মহমেডান এসসি (হোম), ২৯ নভেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড (হোম), ৭ ডিসেম্বর- বনাম চেন্নাইন এফসি, ১২ ডিসেম্বর- বনাম ওডিশা এফসি (হোম), ১৭ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি (হোম), ২১ ডিসেম্বর- বনাম জামশেদপুর এফসি (হোম), ২৮ ডিসেম্বর- বনাম হায়দরাবাদ এফসি*।
মহমেডান স্পোর্টিং
১৬ সেপ্টেম্বর- বনাম নর্থইস্ট (হোম), ২১ সেপ্টেম্বর- বনাম এফসি গোয়া (হোম), ২৬ সেপ্টেম্বর- বনাম চেন্নাইন এফসি, ৫ অক্টোবর- বনাম মোহনবাগান এসজি, ২০ অক্টোবর- বনাম কেরালা ব্লাস্টার্স (হোম), ২৬ অক্টোবর- বনাম হায়দরাবাদ এফসি* (হোম), ৯ নভেম্বর- বনাম ইস্টবেঙ্গল এফসি, ২৭ নভেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি (হোম), ২ ডিসেম্বর- বনাম জামশেদপুর এফসি, ৬ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি , ১৫ ডিসেম্বর- বনাম মুম্বই সিটি এফসি (হোম), ২২ ডিসেম্বর- বনাম কেরালা ব্লাস্টার্স, ২৭ ডিসেম্বর- বনাম ওডিশা এফসি। (সময় উল্লেখ না করা ম্যাচগুলি শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে)।
আইএসএল ২০২৪-২৫-এর ম্যাচগুলি শুক্রবার, ১৩ সেপ্টেম্বর থেকে স্পোর্টস ১৮ এবং জিও সিনেমায় সরাসরি দেখা যাবে। আইএসএলের খেলাগুলি লাইভ স্ট্রিমিং করা হবে জিও সিনেমায় এবং টিভিতে এটি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে লাইভ হবে। এটি চারটি ভাষায় উপলব্ধ হবে, যথা ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালয়ালম।
আইএসএল ২০২৪-২৫ মরশুমের প্রথম পর্বের ফিক্সচার দেখতে এখানেক্লিক করুন।
*হায়দরাবাদ এফসির সূচী এআইএফএফ ক্লাব লাইসেন্সিং পাশ করার উপর নির্ভরশীল।