এফসি গোয়া আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি: হুয়ান ফেরান্দো
রবিবার তাঁর দল যে একেবারেই ভাল খেলতে পারেনি, তা এককথায় স্বীকার করে নিলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। তাঁর মতে, এ দিন তাঁর দল কার্যত মাঠেই ছিল না। একটাই দল মাঠে ছিল এবং সেটি এফসি গোয়া। রবিবার গোয়ার দল তাদের ঘরের মাঠে রীতিমতো দাপুটে পারফরম্যান্স দেখিয়ে এটিকে মোহনবাগানকে ৩-০-য় হারায়। দ্বিতীয়ার্ধে ৩২ মিনিটের মধ্যে মেঘালয়ের ডিফেন্ডার আইবান ডোলিং, সিরিয়ান ডিফেন্ডার মোহাম্মদ ফারেস ও মরক্কোর মিডফিল্ডার নোয়া সাদাউই তিনটি গোল করে গোয়ার দলকে দাপুটে জয় এনে দেন। প্রথমার্ধে সবুজ-মেরুন গোলকিপার বিশাল কয়েথ চারটি অবধারিত গোল না বাঁচালে ব্যবধান আরও বাড়ত। এই প্রথম হিরো আইএসএলে এটিিকে মোহনবাগানকে হারাল এফসি গোয়া। এমন হারের পর বেশি কিছুই বলার ছিল না কোচের। তবু বলেন, এই হারের স্মৃতি ভুলে পরের ম্যাচের (এক নম্বরে থাকা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে) জন্য তৈরি হওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ তাঁদের।


রবিবার তাঁর দল যে একেবারেই ভাল খেলতে পারেনি, তা এককথায় স্বীকার করে নিলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। তাঁর মতে, এ দিন তাঁর দল কার্যত মাঠেই ছিল না। একটাই দল মাঠে ছিল এবং সেটি এফসি গোয়া। রবিবার গোয়ার দল তাদের ঘরের মাঠে রীতিমতো দাপুটে পারফরম্যান্স দেখিয়ে এটিকে মোহনবাগানকে ৩-০-য় হারায়। দ্বিতীয়ার্ধে ৩২ মিনিটের মধ্যে মেঘালয়ের ডিফেন্ডার আইবান ডোলিং, সিরিয়ান ডিফেন্ডার মোহাম্মদ ফারেস ও মরক্কোর মিডফিল্ডার নোয়া সাদাউই তিনটি গোল করে গোয়ার দলকে দাপুটে জয় এনে দেন। প্রথমার্ধে সবুজ-মেরুন গোলকিপার বিশাল কয়েথ চারটি অবধারিত গোল না বাঁচালে ব্যবধান আরও বাড়ত। এই প্রথম হিরো আইএসএলে এটিিকে মোহনবাগানকে হারাল এফসি গোয়া। এমন হারের পর বেশি কিছুই বলার ছিল না কোচের। তবু বলেন, এই হারের স্মৃতি ভুলে পরের ম্যাচের (এক নম্বরে থাকা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে) জন্য তৈরি হওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ তাঁদের।
এই হার নিয়ে কী বলবেন?
আজ এফসি গোয়া আমাদের চেয়ে অনেক ভাল খেলেছে। প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স খুবই অপ্রত্যাশিত। রক্ষণ, আক্রমণ. সব দিক দিয়েই ওরা আমাদের পিছনে ফেলে দেয়। দ্বিতীয়ার্ধে দু-একজনের চোট লেগে যাওয়ায় আমাদের পরিকল্পনাটাই ভেস্তে যায়। দ্বিতীয় গোলটা হয়ে যাওয়ার পরে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে আমাদের পক্ষে। তবে এফসি গোয়া কখনওই আমাদের ম্যাচে ফিরতে দেয়নি। কারণ, ওরা সত্যিই ভাল খেলেছে এবং সত্যিটা মেনে নিতেই হবে।
জনি কাউকোর চোট নিয়ে কোনও আপডেট আছে?
একটু সময় লাগবে ওর চোটের ব্যাপারে বিস্তারিত জানার জন্য। তার পরেই বলতে পারব।
এই ম্যাচে কোন কোন ভুলগুলো ভবিষ্যতে আর করতে দিতে চান না ছেলেদের?
এখন আমাদের সবচেয়ে জরুরি এই ম্যাচের স্মৃতি মন থেকে সরিয়ে পরের ম্যাচের জন্য নিজেদের মানসিক ভাবে ফের চাঙ্গা করে তোলা। যদিও এখন এই ম্যাচ অতীত। কিন্তু কিছু ছোটখাটো ব্যাপারে তো শিক্ষা নিতেই হবে আমাদের। এখনও অনেকদূর যেতে হবে। এগুলো বেশি মনে না রাখাই ভাল।
এই ম্যাচ থেকে কী কী ইতিবাচক দিক নিয়ে ফিরতে চান?
জানি না, এ রকম একটা পারফরম্যান্সের পরে কী বলব। আমি খুবই হতাশ আজকের পারফরম্যান্সে। কারণ, আমাদের দল আজ মাঠে ছিল না। একটাই দল খেলেছে। এটাই সত্যি। এর বেশি আজ কিছু বলার নেই আমার। কারণ, এফসি গোয়া আজ আমাদের সব দিক থেকে মার দিয়েছে।