এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের বাছাই পর্বে ইস্টবেঙ্গলের সামনে এফসি আল্টিন আসির
কলিঙ্গ সুপার কাপ জয়ের পর ২০২৪-২৫ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রাথমিক পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইস্টবেঙ্গল।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রাথমিক পর্বে ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের এফসি আল্টিন আসিরের। আগামী ১৪ আগস্ট, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচ।
এই লিগের গ্রুপ পর্বে পূর্বাঞ্চলে জায়গা পাওয়ার জন্য লড়াই করছে ইস্টবেঙ্গল। বাহরিনের আল আহলি এবং কুয়েত এসসি অপর জায়গার জন্য লড়াই করবে। কলিঙ্গ সুপার কাপ জয়ের পর ২০২৪-২৫ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রাথমিক পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। ১২ বছর পর সেটিই ছিল তাদের প্রথম জাতীয় খেতাব।
𝗕𝗔𝗖𝗞 𝗜𝗡 𝗔𝗦𝗜𝗔 𝗔𝗙𝗧𝗘𝗥 9⃣ 𝗬𝗘𝗔𝗥𝗦 🤩
— East Bengal FC (@eastbengal_fc) June 19, 2024
We'll take on Turkmenistan's Altyn Asyr FC in the AFC Champions League Two Preliminary Stage match!
🗓️ 14 August '24
🏟️ VYBK, Kolkata#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/hR2VFUhxWU
এএফসি-র নতুন ক্লাব প্রতিযোগিতা এই চ্যাম্পিয়ন্স লিগ ২, যেখানে ৩২টি দল অংশ নেবে। এই দলগুলোকে সমান ভাবে আটটি গ্রুপে ভাগ করা হবে এবং রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হবে। ২০২৪-২৫ মরশুমে যা শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে ও চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
পশ্চিমাঞ্চল থেকে ১২টি ও পূর্বাঞ্চল থেকে ১৫টি, মোট ২৭টি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে এই লিগে। পাশাপাশি পশ্চিমাঞ্চল থেকে আরও দুটি ও পূর্বাঞ্চল থেকে একটি দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের প্রাথমিক পর্বে হেরে এখানে যোগ দেবে।
আইএসএলের অপর দল মোহনবাগান সুপার জায়ান্ট ২০২৩-২৪ মরসুমে লিগশিল্ড জেতার পর ইতিমধ্যেই গ্রুপ পর্বে তাদের জায়গা পাকা করে নিয়েছে। তারা প্রথম মাঠে নামবে ১৭ সেপ্টেম্বর।