সূচনার সময় থেকেই ভারতীয় ফুটবলে বৈপ্লবিক পরিবর্তনের এক অনুঘটক হিসেবে কাজ করছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা ও অভিজ্ঞ ভারতীয় পেশাদার ফুটবলারদের অংশগ্রহণের পাশাপাশি দেশীয় তরুণ প্রতিভাদের উন্নতিতে এই লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ":0,"335559740":256}"="">

তরুণ ফুটবলারদের কাছে এক উঁচু মানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিজ্ঞ কোচ ও সতীর্থদের ছায়ায় বেড়ে উঠে নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়ার মঞ্চ হিসেবে কাজ করে চলেছে আইএসএল। ২০২৪–২৫ মরশুমেও এই ধারাবাহিকতা বজায় ছিল, যেখানে নতুন প্রজন্মের ভারতীয় ফুটবলাররা নিজেদের উপস্থিতির কথা জোরালোভাবে জানান দিয়েছেন। বিভিন্ন ক্লাবের বিভিন্ন পজিশনে অনেক তরুণ ফুটবলার ঠাণ্ডা মাথায়, স্মরণীয় পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন এবং তাঁদের দলের গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করেন। সদ্য শেষ হওয়া ২০২৪–২৫ মরশুমের সবচেয়ে উদীয়মান কয়েকজন তরুণ খেলোয়াড়ের দিকে নজর দেওয়া যাক:":0,"335559740":256}"=""> ":0,"335559740":256}"="">

দীপেন্দু বিশ্বাস (মোহনবাগান সুপার জায়ান্ট)":0,"335559740":256}"="">

এই মরশুম ছিল দীপেন্দু বিশ্বাসের কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড়। অভিজ্ঞ খেলোয়াড়ে ভরা একটি দলে তিনি একটি গোল করে ও দুটি গোলে অ্যাসিস্ট করে মাত্র ১,০০০ মিনিটের কিছু কম সময়ে নিজের দক্ষতা প্রমাণ করেন। রক্ষণ ও আক্রমণে তাঁর মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে মোহনবাগান সুপার জায়ান্ট দলে অপরিহার্য করে তুলেছে।":0,"335559740":256}"="">

ব্রাইসন ফার্নান্ডেজ (এফসি গোয়া)":0,"335559740":256}"="">

এই মরশুমে ধারাবাহিকতা ও সৃজনশীলতায় ব্রাইসন ফার্নান্ডেজ ছিলেন অনন্য। ২০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ‘এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ পুরস্কার অর্জন করেন। ২৪ ম্যাচে সাত গোল ও দুটি অ্যাসিস্ট করে তিনি সুনীল ছেত্রীর পরে দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় গোলদাতা হন।":0,"335559740":256}"="">

অভিষেক সিং (পাঞ্জাব এফসি)":0,"335559740":256}"="">

২০ বছর বয়সী ফুলব্যাক অভিষেক সিং এ মরশুমে ধারাবাহিক উন্নতি করে জাতীয় দলে ডাক পান। ডান প্রান্তে তাঁর গতি, টেকনিক্যাল স্কিল এবং ট্যাকটিক্সে শৃঙ্খলা তাঁকে পাঞ্জাব এফসি-র গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করে":0,"335559740":256}"="">

কোরু সিং (কেরালা ব্লাস্টার্স এফসি)":0,"335559740":256}"="">

মাত্র ১৮ বছর বয়সে কোরু সিং দুর্দান্ত প্রতিভার পরিচয় দিয়েছেন। দুই গোল ও চারটি গোলে অ্যাসিস্ট করেন তিনি কেরালা ব্লাস্টার্সের ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল অবদান ছিল তাঁরই। ":0,"335559740":256}"="">

ভিনিথ ভেঙ্কটেশ (বেঙ্গালুরু এফসি)":0,"335559740":256}"="">

১৯ বছর বয়সী মিডফিল্ডার ভিনিথ ভেঙ্কটেশ বেঙ্গালুরু এফসি-র হয়ে ১৯ ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে নিজেকে প্রমাণ করেন। তাঁর পরিণত ফুটবল, বল নিয়ন্ত্রণ ও কর্মক্ষমতা দলের মাঝমাঠে ভারসাম্য আনে। ":0,"335559740":256}"="">

নাথান রড্রিগেজ (মুম্বই সিটি এফসি)":0,"335559740":256}"="">

নাথান রড্রিগেজ মুম্বই সিটি এফসি-র হয়ে তিনটি ক্লিন শিট, তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। আক্রমণ ও রক্ষণে তাঁর সমন্বয় দলের রক্ষণ বিভাগকে লিগের অন্যতম সেরায় পরিণত করে।":0,"335559740":256}"="">

ডেভিড লালনসাঙ্গা (ইস্টবেঙ্গল এফসি)":0,"335559740":256}"="">

তাঁর প্রথম আইএসএল মরশুমেই ইস্টবেঙ্গলের জার্সিতে ৫৬৮ মিনিট মাঠে থেকে চারটি গোল করেন ডেভিড লালনসাঙ্গা ক্লাবের সেরা গোলদাতার জায়গা নেন তিনি। বক্সের মধ্যে তাঁর গতিবিধি ও লিঙ্ক-আপ প্লে দারুণভাবে সবার নজর কাড়ে। ":0,"335559740":256}"="">

রামলুনচুঙ্গা (হায়দরাবাদ এফসি)":0,"335559740":256}"="">

এ মরশুমের পর দেশের ফুটবল মহলে আলোচনায় উঠে এসেছেন রামলুনচুঙ্গা। হায়দরাবাদ এফসি-র হয়ে ২৩ ম্যাচে দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট দিয়ে তিনি দলের আক্রমণে বড় ভূমিকা পালন করেন। ":0,"335559740":256}"="">

ঋত্বিক তিওয়ারি (এফসি গোয়া)":0,"335559740":256}"="">

যে সুযোগ তিনি এই লিগে পেয়েছেন, সেই সুযোগকে ভরপুর কাজে লাগিয়ে এফসি গোয়ার হয়ে ১৯ ম্যাচে সাতটি ক্লিন শিট ও ৫২টি সেভ করেছেন তরুণ গোলকিপার ঋত্বিক তিওয়ারিতাঁর দলের সেমিফাইনালে পৌঁছনোর অভিযানে তাঁর পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।":0,"335559740":256}"="">

ম্যাকার্টন লুইস নিকসন (নর্থইস্ট ইউনাইটেড এফসি) ":0,"335559740":256}"="">

ম্যাকার্টন নিকসন এ মরশুমে নর্থইস্ট ইউনাইটেডে দারুণ কার্যকরী খেলোয়াড় ছিলেন। তিনি দুগোল ও একটি অ্যাসিস্ট করে দলে নিজের গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং আগ্রাসী ফুটবল খেলে দলকে প্লে-অফে পৌঁছতে সাহায্য করেন।":0,"335559740":256}"="">

নিখিল বারলা (জামশেদপুর এফসি)":0,"335559740":256}"="">

ডান প্রান্তের ফুলব্যাক নিখিল বারলা আইএসএলে নিয়মিত খেলেন ও প্রথম আইএসএলে গোলও করেন। একটি অ্যাসিস্ট-সহ তাঁর অলরাউন্ড পারফরম্যান্স তাঁকে জামশেদপুরের অপরিহার্য সদস্যে পরিণত করেছে।":0,"335559740":256}"="">

এই তরুণ ফুটবলারদের উত্থানই প্রমাণ করে যে, আইএসএল শুধুমাত্র একটি লিগ নয়, একটি মঞ্চও, যেখানে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গড়ে উঠছে।":0,"335559740":256}"="">