গত মরশুমে এটিকে-র মাঝমাঠকে যিনি ভরসা জুগিয়েছিলেন, সেই স্প্যানিশ মিডফিল্ডার হাভিয়ে হার্নান্ডেজ আসন্ন হিরো আইএসএল মরশুমেও দলকে শক্তি জোগাবেন। বুধবার এই ঘোষণা করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ফের এক বছরের জন্য চুক্তি সই করেছেন ৩১ বছর বয়সি এই ফুটবলার।

গত বছর আন্তোনিও লোপেজ হাবাসের দলে অপরিহার্য হয়ে উঠেছিলেন তিনি। ফাইনালে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে দু’টি গোল করেছিলেন। পাঁচটি গোলে প্রত্যক্ষ সাহায্যও করেন তিনি। চুক্তি সইয়ের পরে এক বার্তায় হাভি বলেন, “এ বছর এটিকে মোহনবাগানের সঙ্গে থাকতে পেরে আমি খুবই খুশি। গতবার যাদের সঙ্গে খেলেছিলাম আর এ বার দলে যারা নতুন, তাদের সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। কলকাতা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এই ক্লাব আমাকে অনেক সুখের স্মৃতি জুগিয়েছে। এখানকার সমর্থকেরাও আমাকে প্রচুর ভালবাসা দিয়েছেন। এএফসি কাপে সবুজ-মেরুন জার্সি পরে ভাল খেলতে চাই আমরা। এই বছরেও ক্লাবকে সম্মান এনে দিতে চাই”।

ইউডি সালামানকা ক্লাবে যুব ফুটবলের  কেরিয়ার শুরু করে হাভি রিয়েল মাদ্রিদ কাস্তিয়া ক্লাবে যোগ দেন তিনি। সেই ক্লাবের জার্সি গায়ে ৩৪টি ম্যাচ খেলার পরে তিনি আরও কয়েকটি স্প্যানিশ ক্লাবের হয়ে খেলেন এবং পরের কয়েক মরশুমে রোমানিয়া, পোল্যান্ড ও আজারবাইজানের বিভিন্ন ক্লাবে যোগ দেন। ভারতে আসার আগে তিনি ক্রোয়েশিয়ার ক্লাব ক্রাকোভিয়া ক্র্যাকাওয়ে যোগ দিয়েছিলেন হাভি। হিরো আইএসএলে প্রথম মরশুমেই সবার নজর কেড়ে নেন তিনি।

মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ২০টি ম্যাচে ৮৭টি ট্যাকল, ৩৩টি ইন্টারসেপশন, ১৮টি ক্লিয়ারেন্স ও ২৪টি ব্লক করেন হাভি। পরিচ্ছন্ন ফুটবল খেলেন তিনি। সারা মরশুমে একটিও লাল কার্ড দেখেননি তিনি। তাঁর অভিজ্ঞতা এ বারও এটিকে মোহনবাগানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ান লিগের তারকা মিডফিল্ডার ব্র্যাড ইনম্যান এটিকে মোহনবাগানে সই করেছেন। এ বার হাভি হার্নান্ডেজ যোগ দেওয়ায় এটিকে মোহনবাগানের মাঝমাঠ যে আরও শক্তিশালী হয়ে উঠবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।