ও কুয়েতের মধ্যে আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। আগামী ৬ জুন এই ম্যাচ হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচই হতে চলেছে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

এই স্মরণীয় ম্যাচের ১০০ থেকে ৩০০০ টাকা দামের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে, BookMyShow-এ।

বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে ভারত চার ম্যাচে চার পয়েন্ট পেয়ে দু'নম্বরে রয়েছে। কুয়েতেরও পয়েন্ট সংখ্যা একই। কিন্তু হেড টু হেড পরিসংখ্যানে ভারতই এগিয়ে। এই ম্যাচে জিততে পারলে ভারত তৃতীয় রাউন্ডের দিকে অনেকটা এগিয়ে যাবে, যা অতীতে কখনও হয়নি। সে দিক থেকে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।