ভারত-কুয়েত ম্যাচের টিকিট অনলাইনে
সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচের টিকিট অনলাইনে।

ও কুয়েতের মধ্যে আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। আগামী ৬ জুন এই ম্যাচ হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচই হতে চলেছে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
এই স্মরণীয় ম্যাচের ১০০ থেকে ৩০০০ টাকা দামের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে, BookMyShow-এ।
𝘽𝙚 𝙩𝙝𝙚𝙧𝙚 𝙩𝙤 𝙘𝙝𝙚𝙚𝙧 𝙖𝙣𝙙 𝙘𝙚𝙡𝙚𝙗𝙧𝙖𝙩𝙚 𝙛𝙤𝙧 𝙎𝙪𝙣𝙞𝙡 𝘾𝙝𝙝𝙚𝙩𝙧𝙞!💙
— Indian Football Team (@IndianFootball) May 22, 2024
Secure your tickets now and be a part of this farewell 👉🏻 https://t.co/G93TngG0JX#ThankYouSC11 #FIFAWorldCup 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/Taei5pdmAg
বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে ভারত চার ম্যাচে চার পয়েন্ট পেয়ে দু'নম্বরে রয়েছে। কুয়েতেরও পয়েন্ট সংখ্যা একই। কিন্তু হেড টু হেড পরিসংখ্যানে ভারতই এগিয়ে। এই ম্যাচে জিততে পারলে ভারত তৃতীয় রাউন্ডের দিকে অনেকটা এগিয়ে যাবে, যা অতীতে কখনও হয়নি। সে দিক থেকে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।