ম্যাচের আগে কোচ দৃঢ় প্রত্যয়ের কথা শোনালেও বড় ব্যবধানে হার দিয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল মুম্বই সিটি এফসি। (ভারতীয় সময় অনুযায়ী) শুক্রবার রাতে সৌদি আরবের আল শাবাব তাদের ৩-০-য় হারায়। এভার বানেগার জোড়া গোল এবং আল আম্মারের জয়সূচক গোলে হিরো আইএসএল ৭ চ্যাম্পিয়নদের আশায় জল ঢেলে দেয়। অনেক চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেননি বিপিন সিং, বিক্রম সিংরা।

এ দিন দ্বিতীয় মিনিটেই অনবদ্য সেভ করে দলকে বিপদের হাত থেকে বাঁচান তাদের গোলকিপার ফুর্বা লাচেনপা। তা সত্ত্বেও শুরুতেই গোল তুলে নেওয়ার চেষ্টা করে মুম্বই। বিপিন ও বিক্রম, দু’জনেই একটি করে গোলের সুযোগ পান। কিন্তু তা কাজে লাগাতে পারেননি। প্রথম ৪৫ মিনিটে দু’পক্ষই একাধিক গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়। তবে বেশি সুযোগ তৈরি করে সৌদি ক্লাবটিই। আহমেদ শারাহিলি ফাঁকা গোল পেয়েও বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন। ব্রাজিলের মিডফিল্ডার পাওলিনহোর শট বাঁচিয়ে নেন লাচেনপা।

সে যাত্রা দলকে বাঁচালেও ৩৬ মিনিটের মাথায় বক্সের মধ্যে ফরোয়ার্ড কার্লোসকে অবৈধ ভাবে বাধা দেন মুম্বই গোলকিপার ও তার জেরে পেনাল্টি পায় আল শাবাব, যা থেকে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগা। এটিই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তাঁর প্রথম গোল। 

গোল পাওয়ার পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে স্থানীয় ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দু’টি সহজ সুযোগ পেয়ে যায় তারা, কিন্তু লাচেনপা ও মেহতাব সিংয়ের তৎপরতায় সেগুলি থেকে গোল পায়নি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের সুযোগ পায়। দু’বার আল শাবাব তা কাজে লাগাতে পারলেও মুম্বই সিটি এফসি একবারও পারেনি। সারা ম্যাচে একটিও শট গোলে রাখতে পারেনি তারা, যেখানে তাদের প্রতিপক্ষ ১১টি শট গোলে রাখে। বল পজেশনেও এগিয়ে (৫৩-৪৭) ছিল সৌদি দলটি।  

বানেগা তাঁর দ্বিতীয় গোলটি পান ৬৮ মিনিটে। কার্যত পুরো দলটাই এই আক্রমণের পিছনে ছিল। আল আবিদ ও আবদুল্লা আল জুহি নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে উঠে গোল এরিয়ার সামনে বানেগাকে গোলের পাস দেন এবং তিনি বক্সের মাথা থেকে ঠাণ্ডা মাথায় অসাধারণ গোলটি করতে কোনও ভুল করেননি।

ম্যাচ শেষ হওয়ার ১৩ মিনিট আগে পরিবর্ত হিসেবে নামা তুর্কি আল আম্মার দলের তিন নম্বর গোলটি করে জয় সুনিশ্চিত করেন। ফাওয়াজ আল শকুরের ডান পা থেকে আসা ক্রস পেয়ে বাঁ পায়ে দর্শনীয় গোলটি করেন তিনি।

সোমবার, ১১ এপ্রিল পরবর্তী ম্যাচে তিন বারের এএফসি কাপ জয়ী ইরাকের এয়ার ফোর্স ক্লাবের বিরুদ্ধে নামবে মুম্বই সিটি এফসি। ম্যাচ শুরু হবে (ভারতীয় সময়) রাত ১০.৪৫-এ।