এপ্রিলের সেরা খেলোয়াড়ের খেতাব জিতলেন মোহনবাগানের অস্ট্রেলীয় তারকা দিমিত্রিয়স পেট্রাটস। রবিবার এই ঘোষণা করে আইএসএল।

লিগ চলাকালীন প্রতি মাসে সেরা খেলোয়াড়ের খেতাবের জন্য একাধিক খেলোয়াড় মনোনিত করে আইএসএল। মনোনিত খেলোয়াড়দের মধ্যে থেকে সেরা বেছে নেন বিশেষজ্ঞদের প্যানেল ও ফুটবলপ্রেমীরা। এ মাসের সেরা খেলোয়াড় হিসেবে তাঁরা বেছে নিয়েছেন এই স্ট্রাইকারকে।

পেট্রাটস ছাড়াও এ মাসের সেরা খেলোয়াড়দের তালিকায় ছিলেন নোয়া সাদাউই, মাদি তালাল, লালিয়ানজুয়ালা ছাঙতে, পার্থিব গগৈ, কার্লোস মার্তিনেজ ও হেক্টর ইউস্তে। ২২-২৬ এপ্রিলের মধ্যে প্রাপ্ত ভোটের বিচারে এক নম্বরে ছিলেন পেট্রাটস, যিনি ন'জনের মধ্যে ছ'জন বিশেষজ্ঞ ও ৫২ শতাংশ ফুটবলপ্রেমীর ভোট পান। অর্থাৎ মোট ৬০ শতাংশ ভোট পেয়ে সেরার শিরোপা জিতে নেন।

পরের পাঁচটি স্থানে ছিলেন যথাক্রমে নোয়া (মোট ২০ শতাংশ ভোট), তালাল (৮), ছাঙতে (৬), পার্থিব (৩) ও ইউস্তে (৩)।

সেমিফাইনালের আগে পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এই ভোট নেওয়া হয়েছে। ওই সময়ে ২৬৯ মিনিট মাঠে থেকে একটি গোল করেন ও তিনটিতে অ্যাসিস্ট করেন পেট্রাটস। ১৩টি গোলের সুযোগ তৈরি করেন ও ৩২ বার প্রতিপক্ষের পেনাল্টি বক্সে প্রবেশ করেন তিনি।