ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪–২৫ এর ফাইনালকে কেন্দ্র করে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খেতাবি লড়াইয়ের আর মাত্র তিন দিন বাকি। এই ম্যাচ হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। লিগশিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি-র, যা হবে ২০২২–২৩ আইএসএল ফাইনালের পুনরাবৃত্তি।

সবুজ-মেরুন বাহিনী এবার আইএসএল ডাবল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। গতবার অল্পের জন্য তা হাতছাড়া হয়েছিল তাদের। অন্যদিকে, নীল-বাহিনী তাদের গোয়া ফাইনালের হতাশাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে চায় এই ম্যাচে।

উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন ভক্তরা নিশ্চয়ই ফাইনালের জন্য টিকিট সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়ার জন্য তৈরি।

টিকিট কোথায় পাওয়া যাবে?

এই বহু প্রতীক্ষিত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আজ, বুধবার, বিকেল ৪টা থেকে, শুধুমাত্র অনলাইনে BookMyShow-এর মাধ্যমে। ভক্তরা টিকিট বুক করতে পারবেন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে।

ম্যাচের সময়সূচি ও দাম

আইএসএল ২০২৪–২৫ ফাইনাল শুরু হবে ১২ এপ্রিল, সন্ধ্যা ৭:৩০ মিনিটে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

টিকেটের দাম ১৫০ টাকা থেকে শুরু। বেঙ্গালুরুর সমর্থকদের জন্য থাকছে আলাদা গ্যালারি, Stand A2 Right। এই গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা।