এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখতে পারল না মুম্বই সিটি এফসি। বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরশাহীর আল জাজিরার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এক গোলে হারতে হল তাদের। দ্বিতীয়ার্ধে লড়াকু পারফরম্যান্স দেখিয়েও একটি গোল শোধ করতে পারল না তারা।

রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে এ দিন প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে যাওয়ার পরে আর প্রতিপক্ষকে গোল করার সুযোগ দেয়নি আল জাজিরা। ৪০ মিনিটের মাথায় গোলটি করেন আলি মবখুত। প্রথমার্ধে আল জাজিরা আধিপত্য বিস্তার করে খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে মুম্বই সিটি এফসি। কিন্তু আমিরশাহীর দলের রক্ষণের তৈরি দুর্ভেদ্য দেওয়ালে চিড় ধরাতে পারেনি তারা।

গত ম্যাচে ইরাকের এয়ার ফোর্স দলের বিরুদ্ধে জয়ী দলে চারটি পরিবর্তন করে এ দিন প্রথম এগারো তৈরি করেন কোচ ডেস বাকিংহাম। শুরু থেকেই তারা বেশ চাপে পড়ে যায় আল জাজিরার দাপটে। তখন তাদের ঠেকিয়ে রাখাই হয়ে ওঠে মুম্বইয়ের দলের প্রধান কাজ।

দীর্ঘদেহী ডিফেন্ডার মুর্তাদা ফল এ দিন তাঁর নিজের ভূমিকা যথাযথ ভাবে পালন না করলে ১৭ মিনিটের মাথাতেই এগিয়ে যেত আল জাজিরা। বক্সের মধ্যে ফরোয়ার্ড ব্রুনো অনেকটা ফাঁকা জায়গা পেয়ে গোলে শট নিতে যাওয়ার আগেই তাঁকে ট্যাকল করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন মুর্তাদা। তার মিনিট খানেক পরেই ব্রুনো ফের সুযোগ তৈরি করে দূরপাল্লার জোরালো শট নেন গোলে। কিন্তু তা বাঁচিয়ে দেন গোলকিপার মহম্মদ নওয়াজ।

এই সময়ে ঘন ঘন আক্রমণে উঠছিল মুম্বই সিটি এফসি এবং তাদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন মুম্বইয়ের ডিফেন্ডাররা। ৩৪ মিনিটে মবখুতের গোলমুখী শট ব্লক করা না হলে, তা গোলে ঢুকতই। ৩৮ মিনিটের মাথায় আব্দুলে দিয়াবির নীচু শট আটকে দেন নওয়াজ।

ক্রমশ বাড়তে থাকা চাপ নিতে না পেরে অবশেষে নিজেদের বক্সে ভুল করে বসেন পরিবর্ত মেহতাব সিং। তাঁর হ্যান্ডবলের জন্য পেনাল্টি পায় আল জাজিরা ও স্পট কিক থেকে মবখুতের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে মুম্বই সিটি এফসির পারফরম্যান্সে প্রথমার্ধের চেয়ে বেশি আগ্রাসন দেখা যায়। তবে ৪৯ মিনিটের মাথায় গোলের কাছ থেকে নেওয়া জায়েদ আল আমেরির শট ফের বাঁচান নওয়াজ।

মুম্বই সমতা আনার সবচেয়ে সহজ সুযোগটি পায় ৫৯ মিনিটের মাথায়, যখন লালিয়ানজুয়ালা ছাঙতের কর্নার আল জাজিরার কোনও ডিফেন্ডার ক্লিয়ার করতে না পারায় তাঁর কাঁছেই ফিরে যায় বল। মুর্তাদা ফলকে তিনি ক্রস দিলে ফল হেড করে সাইড নেটে বল পাঠান।

প্রথমার্ধে আল জাজিরাকে যে রকম আক্রমণের মেজাজে দেখা গিয়েছিল, দ্বিতীয়ার্ধে মুম্বই সিটি এফসি-কে সেই মেজাজেই দেখা যায়। ঘন ঘন আক্রমণে ওঠে তারা। বিশেষ করে সেট পিসে বিপজ্জনক হয়ে ওঠে তারা। কিন্তু কোনওটিই গোলে পরিণত করতে পারেনি। ৮৬ মিনিটের মাথায় রাহুল ভেকের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এত চেষ্টার পরেও তা ফলদায়ক হয়নি।

এই ম্যাচের পরে গ্রুপের সব দলেরই সংগ্রহ তিন পয়েন্ট করে। কিন্তু গোল পার্থক্যের বিচারে সবার নীচে রয়েছে মুম্বই সিটি এফসি। সোমবার আল জাজিরার বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে নামবে তারা।