রবিবার ভারতীয় ফুটবলের মহারণ কলকাতা ডার্বি, যা নিয়ে বাংলা তথা ভারতীয় ফুটবলে চলছে জোর জল্পনা। কারা জিতবে এই ডার্বি? নাকি গত ডার্বির মতো এ বারেও ড্র হয়ে যাবে এই বড় ম্যাচ? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে রবিবার ম্যাচের পরই। কিন্তু মোহনবাগান সমর্থকেরা জেনে খুশি হতে পারেন, রবিবার এই ডার্বিতেই প্লে অফে তাদের জায়গা পাকা করে নিতে পারে সবুজ-মেরুন বাহিনী।

মাসখানেক আগে প্রথম লেগে দুই দলের ম্যাচ ড্র হয়েছিল ২-২-এ। সে দিন কলকাতা ডার্বি তার চেনা আগুনে মেজাজে ফেরে যুবভারতী ক্রীড়াঙ্গনে। উত্তেজনায় ঠাসা ৯০ মিনিটের সেই ফুটবল যুদ্ধ দেখেন যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রায় ষাট হাজার দর্শক। তুমুল উত্তেজনার মধ্যেই সে দিন চার-চারটি গোল হয়।

ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন জীবনে প্রথম ডার্বিতে নামা মণিপুরী তরুণ অজয় ছেত্রী। ১৭ মিনিটের মাথায় সমতা আনেন মোহনবাগানের আলবানিয়ান ইউরো কাপার আরমান্দো সাদিকু। বিরতিতে ১-১ থাকার পর ৫৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে ফের এগিয়ে দেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। তবে তাদের জয়ের সম্ভাবনায় জল ঢেলে ফের সমতা আনেন মোহনবাগানের অস্ট্রেলীয় ফরোয়ার্ড দিমিত্রিয়স পেট্রাটস।

আগামী রবিবারও যদি সে রকম ভাবেই ড্র হয়, তা হলে কিন্তু এক পয়েন্ট পেয়ে প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। অঙ্কের হিসেব সে রকমই বলছে। শুধু তা-ই নয়। রবিবার ডার্বিতে নামার আগেই সবুজ-মেরুন বাহিনীর প্লে-অফে জায়গা পাকা হয়ে যেতে পারে।

কী সেই অঙ্ক? লিগ টেবলের যা অবস্থা, তাতে মোহনবাগানের সংগ্রহ ৩৩ পয়েন্ট। বাকি সব ম্যাচে জিতলেও জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, ইস্টবেঙ্গল এফসি ও হায়দরাবাদ এফসি-র পক্ষে ৩৩ পয়েন্টে পৌঁছনো সম্ভব না। তবে চেন্নাইন এফসি (১৭ ম্যাচে ১৮ পয়েন্ট) ও বেঙ্গালুরু এফসি-র পক্ষে (১৮ ম্যাচে ২১ পয়েন্ট) খাতায় কলমে ৩৩ পয়েন্টে পৌঁছনো সম্ভব। তা ছাড়া মোহনবাগানের সঙ্গে এই দুই দলের হেড-টু-হেড রেকর্ড এখনও নির্ধারিত হয়নি।

তাই শনিবার যদি হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে পয়েন্ট খোয়ায় চেন্নাইন এফসি, সেক্ষেত্রে তারা হবে ষষ্ঠ দল, যারা এই মরশুমে আর মোহনবাগানকে ছুঁতে পারবে না। তাই স্বাভাবিক ভাবেই তখন শেষ ছয়ে ঢুকে পড়বে মোহনবাগান।

ধরা যাক শনিবারের ফল সে রকম হল না। তা হলে রবিবার ডার্বিতে ড্র করলে কী ভাবে প্লে অফে জায়গা পাকা করে নিতে পারে সবুজ-মেরুন শিবির? এই মুহূর্তে লিগ টেবলে শেষ সাতটি দলের সর্বোচ্চ ৩৩ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মোহনবাগানের পয়েন্টও এখন ৩৩। তারা যদি ডার্বিতে এক পয়েন্ট নিয়ে ৩৪-এ পা দেয়, তা হলে আর তাদের পরের দলগুলির পক্ষে তাদের নাগাল পাওয়া সম্ভব হবে না। ফলে মোহনবাগানের প্লে-অফ কোয়ালিফিকেশন নিশ্চিত হয়ে যাবে।

তবে এক পয়েন্ট নয়, রবিবার তারা ডার্বি খেলতে নামবে যে তিন পয়েন্টেরই লক্ষ্য নিয়ে তা জানিয়ে দিয়েছেন মোহনবাগান এসজি-র অধিনায়ক শুভাশিস বোস। তিনি আইএসএলের নিজস্ব ওয়েবসাইটকে বলেন, “এখন প্রতিটা পয়েন্টই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, লিগ শিল্ডের দৌড়ে আমরা রয়েছি। তাই ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে আমরা তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব। যাতে আমরা শীর্ষে উঠতে পারি”।

রবিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে রাত ৮.৩০-এ শুরু হবে চলতি আইএসএলের দ্বিতীয় কলকাতা ডার্বি। স্টেডিয়ামে যেতে না পারলেও যা ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন মোবাইলে জি সিনেমা অ্যাপে ও টিভিতে এই চ্যানেলগুলিতে: ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ।