ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর প্লে অফ শুরু হবে ১৯ এপ্রিল থেকে। দেশের এক নম্বর ফুটবল লিগের ফাইনাল হবে ৪ মে। বৃহস্পতিবার আইএসএলের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে এই সূচী প্রকাশ করা হয়েছে। 

মে-র প্রথম শনিবার ফাইনাল হলেও তাতে জায়গা পাওয়ার লড়াই শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকে। প্রথমে হবে দু’টি নক আউট ম্যাচ। যেখানে খেলবে লিগ টেবলে তিন নম্বর থেকে ছ’নম্বরে থাকা দলগুলি। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দু’টি সেমিফাইনাল হবে ২৩, ২৪ এবং ২৮, ২৯ এপ্রিল। যেখানে সেরা দুই দলের মুখোমুখি হবে দু’টি নক আট ম্যাচের জয়ী দুই দল। সেমিফাইনালে দুই জয়ী দল ফাইনালে খেতাবী লড়াইয়ে মুখোমুখি হবে ৪ মে। কোথায় কোন ম্যাচ হবে, তা অবশ্য এখনও নির্ধারিত হয়নি। তা লিগ পর্ব শেষ হওয়ার পর ঘোষণা করা হবে। 

প্লে অফের সূচী:

নকআউট – ১৯ ও ২০ এপ্রিল

সেমিফাইনাল (প্রথম লেগ) – ২৩ ও ২৪ এপ্রিল

সেমিফাইনাল (দ্বিতীয় লেগ) -  ২৮ ও ২৯ এপ্রিল

ফাইনাল – ৪ মে

টানটান উত্তেজনায় ভরপুর আইএসএল ২০২৩-২৪ মরশুমে যে সেরা ছ’টি দল প্লে অফে খেলবে, তাদের নাম নির্ধারিত হয়ে গিয়েছে। বুধবার পাঞ্জাব এফসি তাদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল এফসি-কে হারানোর সঙ্গে সঙ্গে চেন্নাইন এফসি ছ’নম্বর জায়গায় পাকা হয়ে যায়। মুম্বই সিটি এফসি, মোহনবাগান এসজি, ওডিশা এফসি, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্স এফসি যথাক্রমে রয়েছে প্রথম পাঁচে। তবে শীর্ষে থেকে লিগ শেষ করে কারা লিগশিল্ড জিতবে, তা এখনও জানা যায়নি। কে কত নম্বরে শেষ করবে, তা নির্ধারিত হওয়ার পরই প্লে অফ ম্যাচের ভেনু ঘোষণা করা হবে।