ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর জন্য এই বাছাই পর্বে ভারত এখন প্রথমবার দ্বিতীয় রাউন্ডের গণ্ডী পেরনোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেই লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে তারা।

এর আগে নভেম্বরে দুটি ম্যাচ খেল ভারত। প্রথম ম্যাচে কুয়েতে গিয়ে তাদের ১-০-য় হারিয়ে আসে ইগর স্টিমাচের দল। কিন্তু কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩-এ হেরে যায়। এ বার আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচেই ভাল করার লক্ষ্য নিয়ে নামবে ভারতীয় দল।

এ বারের বিশ্বকাপ বাছাই এশীয় পর্বে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। কাতার, কুয়েত ও আফগানিস্তানের সঙ্গে। এই গ্রুপে ভারত এখন রয়েছে তিন নম্বরে। দুটির মধ্যে একটি ম্যাচে জিতে তাদের সংগ্রহ তিন পয়েন্ট। কুয়েতেরও সংগ্রহ তিন পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে ভারতের (-২) চেয়ে এগিয়ে তারা (৩)। তাই আফগানিস্তানের বিরুদ্ধে শুধু জয় না, ভাল ব্যবধানও দরকার সুনীল ছেত্রীদের।

কবে, কোথায়, কখন হবে এই দুই ম্যাচ?

প্রথমটি ভারতের অ্যাওয়ে ম্যাচ, যা হবে সৌদি আরবের আভায়, ভারতীয় সময় শুক্রবার, মধ্যরাত ১২.৩০-এ।

দ্বিতীয়টি ভারতের হোম ম্যাচ, যা হবে ২৬ মার্চ, গুয়াহাটিতে, সন্ধ্যা ৭.০০ থেকে।

কোথায় দেখা যাবে এই দুই ম্যাচের সরাসরি সম্প্রচার?

২২ মার্চ, আফগানিস্তান বনাম ভারত, লাইভস্ট্রিম- ফ্যানকোড অ্যাপ

২৬ মার্চ, ভারত বনাম আফগানিস্তান, স্পোর্টস ১৮ চ্যানেলে লাইভ টেলিকাস্ট ও লাইভস্ট্রিম জিও সিনেমায়

গুয়াহাটিতে ভারত বনাম আফগানিস্তান ম্যাচের টিকিট কোথায় পাওয়া যাবে?