তৃতীয়বারেও ড্র এর সম্মুখিন হল কেরালা ব্লাস্টার্স এফসি। রবিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুম্বই এফসির বিরুদ্ধে এক পয়েন্টেই খুশি থাকতে হল কেরালাকে। তবে গত দুইবারের মতো গোলশূন্য নয়, এবারে মরসুমের প্রথম গোল পেল কেরালা। খেলার ফল ১-১।

শুরু থেকেই ঘরের মাঠে জিততে মরিয়া ছিল কেরালা ব্লাস্টার্স। বহু চেষ্টার পরে এদিন ম্যাচের ১৪ মিনিটে চলতি মরসুমে কেরালার প্রথম গোল। স্কোরার মার্ক সিফনিওস।রিনো অ্যান্টোর ক্রসকে গোলে রুপান্তর করেন সিফনিওস। মরসুমের প্রথম গোল, আবেগে, খুশিতে ভেসে যান কেরালার সমর্থক। সমতা ফেরাতে ঝাঁপিয়ে পরে মুম্বই।

তবে ২৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় কেরালার ফুটবলাররা। জ্যাকিচান্দ-এর শট সহজেই আটকান অমিরিন্দার।
প্রথমার্ধে কেরালা এক গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ম্যাচের বয়স যখন ৭৭ মিনিট, তখনই বলওয়ান্তের গোলে সমতায় ফেরে মুম্বই এফসি।

এরপর মুম্বই আহত বাঘের মতো বিরোধীদের উপ্র ঝাপিয়ে পরেন। বারবার আক্রমন চালান এদিনের ম্যাচের সেরা বলওয়ান্ত। কিন্তু আর গোল হয়নি।

এদিনের পরে, ৩ ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে সাত নম্বরে রয়েছে কে্মব্রে।তালিকা অনুযায়ী মুম্বই রেয়েছে ছয় নম্বরে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট চার।