এশিয়ান কাপ বাছাই পর্বে সাম্প্রতিক সাফল্যের পরে ফিফার ক্রমতালিকায় দু’ধাপ উঠল ভারত। তাদের অবস্থান ১০৬ থেকে বেড়ে হল ১০৪। গত বৃহস্পতিবার যে ফিফা যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে তাদের জায়গা হয়েছে এখানেই। মহিলাদের ক্রমতালিকাতেও উন্নতি হয়েছে ভারতের। ভারতের মেয়েরা ৫৯ থেকে উঠে এসেছে ৫৬-য়।

চলতি মাসে কলকাতায় এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর বাছাই পর্বে টানা তিন ম্যাচ জেতে ভারত। হারায় কম্বোডিয়া, আফগানিস্তান ও হংকংকে। এই তিন ম্যাচ জিতে টানা দ্বিতীয়বারের জন্য এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ভারতীয় ফুটবলে এক নতুন মাইলফলক স্থাপন করেন সুনীল ছেত্রী ও তাঁর দল।

ফিফার পুরুষদের তালিকায় নিউজিল্যান্ডের পরেই রয়েছে ভারত। যারা সম্প্রতি কোস্টা রিকার কাছে হেরে গিয়ে বিশ্বকাপ মূলপর্বে জায়গা হাতছাড়া করেছে। অন্য দিকে, ভারতের মেয়েরা সম্প্রতি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মিশর ও জর্ডনকে হারায়। দুই দলের বিরুদ্ধেই ১-০-য় জেতে তারা।