Image credit: FCGoaOfficial@Twitter

চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রপ পর্বের শেষ ম্যাচে গর্বের জয়ই একমাত্র লক্ষ্য এফসি গোয়ার। গত ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ঐতিহাসিক জয়ের মুখ থেকে ফিরে আসতে হয়েছে তাদের। বৃহস্পতিবার ফতোরদা স্টেডিয়ামে শেষ ম্যাচে আল ওয়াহদার বিরুদ্ধে ম্যাচের পর যাতে অন্তত হাসিমুখে মাঠ ছাড়া যায়, তা নিশ্চিত করতে চান দলের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো।

প্রথম লেগে যাদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তাঁর দল, সেই আল ওয়াহদাকে এ বার কী করে হারাবেন বলে ভাবছেন, তা জানতে চাইলে ফেরান্দো বুধবার সাংবাদিকদের বলেন, আমরা জানি, ম্যাচটা কঠিন হবে। কারণ, আল ওয়াহদার লিগ তালিকার শীর্ষে থাকার একটা সম্ভাবনা রয়েছে। আমরা একরকম পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু খেলোয়াড়দের চোটের জন্য ব্যাপারটা কঠিন হয়ে ওঠে। আসলে ওরা খুবই ক্লান্ত। তবে এই ম্যাচে আমাদের লক্ষ্য, তিন পয়েন্ট

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আল ওয়াহদার কাছে এটা শীর্ষে পৌঁছনোর একটা বড় সুযোগ। আমরা তিন নম্বরে শেষ করার কথা ভাবছি। তবে এটা শেষ ম্যাচ ভেবে গা ছাড়া মনোভাব দেখানোর কোনও জায়গা নেই। এটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এখানে ঢিলেমির কোনও জায়গাই নেই। সেরা দল মাঠে নামিয়ে সেরা কৌশল কার্যকর করে যথাসম্ভব ভাল ফল তুলে নিয়ে আসাটাই আমাদের কাজ

গত ম্যাচে দলের আক্রমণ বিভাগ যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখায়। ম্যাচের শুরুতেই ব্রেন্ডন ফার্নান্ডেজের সাহায্যে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন জর্জ ওর্টিজ। এর পরে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তারা। এ ছাড়া তরুণ গোলকিপার ধীরজ সিংও বরাবরের মতোই গোলের নীচে ছিলেন সমান সাবলীল। বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান তিনি। শেষ মুহূর্তে তাঁর ভুলেই গোল না খেলে এই ম্যাচ তাঁর ও তাঁর দলের কাছে স্মরণীয় হয়ে থাকত হয়তো।

লিগ টেবলে আপাতত দুই নম্বরে থাকা আল ওয়াহদার কাছে এটা মরা-বাঁচার লড়াই। শীর্ষে থাকা পার্সেপোলিসের থেকে মাত্র দুপয়েন্ট দূরে তারা। এই ম্যাচে জিততে পারলে গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। তাই বৃহস্পতিবার গোয়ার দলের ওপর যে ঝাঁপিয়ে পড়বেই তারা, এই নিয়ে কোনও সন্দেহ নেই। এই প্রসঙ্গে এফসি গোয়ার কাছে বড় ধাক্কা, তারকা ডিফেন্ডার ইভান গঞ্জালেসের না খেলা। সোমবারের ম্যাচে তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না এই নির্ভরযোগ্য স্প্যানিশ ডিফেন্ডার।

বিপক্ষকে সামলানোর জন্য সঠিক জায়গায় সঠিক ফুটবলারটিকে পাবেন কি না, এই নিয়েই বেশি চিন্তা ফেরান্দোর। বলেন, আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কখনও আমরা ভাবি ওই জায়গায় অমুক মানানসই হবে, এই জায়গায় সে অনেকবার ভাল খেলেছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়, যার কথা ভাবা হচ্ছে, সে একশো শতাংশ ফিটই না অথবা সে খুবই ক্লান্ত। তা হলেও আমাদের প্রস্তুতি নিতেই হবে।    

দলের ফুলব্যাক সেরিটন ফার্নান্ডেজের আফসোস, গ্যালারিতে সমর্থকেরা থাকলে একটা আলাদা অনুভূতি হয়। ওদের খুবই মিস করছি। এই ম্যাচটা যদি আমরা জিতি, তা হলে সেই জয় সমর্থকদের প্রতি ও কোভিডে জর্জরিত সারা দেশের প্রতি উৎসর্গ করব। আমরা ওদের জন্যই এই ম্যাচটা জিততে চাই 

ম্যাচ: এফসি গোয়া বনাম আল ওয়াহদা

লিগ: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব

স্থান: জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোরদা

সময়: রাত ১০.৩০ (ভারতীয় সময়)

সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং: ডিজনি হটস্টার ভিআইপি, জিও টিভি