যে দুটি ক্লাব এখনও পর্যন্ত আইএসএল-এর ট্রফিতে নিজের নাম লিখেয়েছে, বৃহস্পতিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। চেন্নাইয়িন এফসি বনাম এটিকে। ২০১৫ সালের জয়ীরা অবশ্য চলতি মরসুমের প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে খারাপ ফলের পরেই ঘুরে দাঁড়িয়েছে, পরপর দু ম্যাচে নর্থইস্ট ও পুনেকে হারিয়ে ফর্মে ফিরেছে দল। ঘরের মাঠে এটিকের বিরুদ্ধেও সেই জয়ের ধারা ধরে রাখতে তৈরি চেন্নাইয়িন এফসি। এটিকের বিরুদ্ধে মাঠে নামার আগে চেন্নাই কোচ জানান, “প্রত্যেকটা খেলার শেষ দশ মিনিটে গোল পেয়েছে, যা প্রমান করে তাঁর দলের ছেলেরা ফাইনাল বাঁশি বাজা পর্যন্ত চেষ্টা করছে, নিজেদের সেরাটা দিচ্ছে।আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, আমরা একটা টিম হয়ে খেলছি, যা মাঠে স্পষ্ট”। মাঝমাঠকে শক্ত করে ৪-৫-১ ছকে দল সাজিয়ে গ্রেগরি নেলসনকে দিয়ে বাজিমাত করতে চান তিনি। আক্রমণে রাখছেন শুধু মাত্র জেজে-কে।

অন্যদিকে ইতিহাস বলছে বৃহস্পতিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এগিয়ে আছে এটিকে। এখনও পর্যন্ত ৮ বার একে অপরের বিরুদ্ধে সাক্ষাৎ করেছে দুই দল। চারবার ড্র হওয়া বাদ দিলে ৩ বার জিতেছে এটিকে আর একবার মাত্র জয় পেয়েছে চেন্নাই। তবে তথ্য যাই বলুক, চলতি মরসুমে পারফরমেন্সের বিচারে অনেকটাই পিছিয়ে আছে এটিকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখনও জয়ের মুখ দেখেনি। এটিকের কোচ টেডি শেরিংহাম এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে প্রস্তুত। আক্রমণ ও ডিফেন্সকে সমান শক্তিশালী করে সাজিয়েছেন। ৪-৪-২ ছকে দল সাজিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে এটিকে। ডিফেন্সের অনেকটা দায়িত্ব থাকবে প্রবীর দাসের উপর।কলকাতার প্রধান কোচ দলের সামগ্রিক পারফরমেন্স নিয়ে জানান যে তাদের অনেক পরিকল্পনা রয়েছে, কিন্তু খারাপ শুরু আর আশানুরূপ ফল না হওয়ায়, তাদের কোন প্ল্যানই বাস্তবরূপ পায়নি। তবে চেন্নাই ম্যাচ থেকে যে দল ঘুরে দাঁড়াবেই, মনে করেন এটিকের কোচ টেডি শেরিংহাম।