শনিবার হিরো আইএসএল ২০১৯-২০-র ফাইনালে ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে থাকবে না কোনও দর্শক। সন্ধ্যায় ফাইনালে যখন মুখোমুখি হবে এটিকে এফসি ও চেন্নাইন এফসি, তখন গ্যালারিতে কোনও দর্শক থাকবে না। ফুটবলপ্রেমীদের শুধু টিভির সামনে বসেই খেলা দেখতে হবে।

সম্প্রতি করোনা ভাইরাসের (COVID-19) আতঙ্ক যে ভাবে ছড়িয়ে পড়েছে, তার প্রভাব রুখতেই এই ম্যাচে দর্শক সমাগম হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)।

ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার ও জিও টিভিতে।

ইতিমধ্যেই অবশ্য ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছিল। যে সমস্ত টিকিট বিক্রি হয়েছে, তার মূল্য সংশ্লিষ্ট ফুটবলপ্রেমীদের ফেরত দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে এফএসডিএল। কবে কী ভাবে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে, তা পরে জানানো হবে।