এফসি পুনে সিটির বিরুদ্ধে একটু পা হড়কালেই প্লে-অফে যাওয়ার পথে বিপত্তি ঘটে যেতে পারে। এটিকের কাছে রবিবারের ম্যাচের গুরুত্ব এতটাই। কিন্তু এমন একটা ম্যাচের আগে কুলকুল মেজাজে এটিকে কোচ স্টিভ কপেল। চাপ থাকলেও বুঝতে দিলেন না।

এবারের আইএসএলে সাতটা অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র একটাতে হেরেছে কলকাতার এই দল। এই রেকর্ড কি বাড়তি সুবিধা বা আত্মবিশ্বাস জোগাচ্ছে? এটিকে কোচ  স্বীকার করে নিলেন, তিনি অ্যাওয়ে ম্যাচেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে সেই সঙ্গে মেনেও নিলেন এফসি পুণে সিটি খুব ভাল দল। নতুন কোচের অধীনে ভাল ফুটবল খেলছে। বাড়তি সতর্ক থাকতে হবে।

তবে কপেল এও জানিয়ে দিলেন আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য ছেলেরা তৈরি। সেই লক্ষ্য সামনে রেখেই ছেলেরা শনিবার রাতে ঘুমাতে যাবে। তিন পয়েন্ট তুলে আনাই টার্গেট থাকবে। যদি পুরো পয়েন্ট নাও আসে এক পয়েন্ট হলেও চলবে। তবে হারা কোনওভাবেই চলবে না। শুধু প্লে-অফ নয়, আইএসএলে আরও দূরে দলকে নিয়ে যেতে চান তিনি।