গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামে বৃহস্পতিবার জমজমাট মহারণ। এফসি গোয়ার ঘরের মাঠে টক্কর দিতে নামবে এটিকে। এই ম্যাচটা জিতলে প্লে-অফের দৌড়ে বেশ ভাল মতোই থাকবে কলকাতার দল। আর হার বা ড্র মানেই প্লে-অফের দৌড় থেকে একপ্রকার ছিটকে যাওয়া।

১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এটিকে এখন লিগ টেবিলের ছয় নম্বরে। চার নম্বরে থাকা নর্থইস্টের থেকে তিন পয়েন্টে পিছিয়ে। অন্যদিকে, গোয়ার পয়েন্ট ১৪ ম্যাচে ২৫। এই ম্যাচ জিতলে মুম্বই সিটিকে টপকে উঠে আসবে দু'নম্বরে। এই তথ্যগুলোর দিকে চোখ বোলালেই একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে যে মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। আগের ম্যাচে এফসি পুণে সিটির বিরুদ্ধে অল্পের জন্য জয় হাতছাড়া না হলে এটিকে খানিকটা হলেও ভাল জায়গায় থাকতে পারত।

গোয়ার দলে কোনও চোট আঘাতের খবর নেই। অন্যদিকে এটিকে-কে একটু হলেও চিন্তায় রাখবে প্রণয় হালদারের চোট। দেখতে হবে কোচ স্টিভ কপেল ঠিক কী স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামেন। তবে এটিকে সমর্থকরা এদিন ভীষণভাবে তাকিয়ে থাকবেন এডু গার্সিয়া এবং লাংজারোতি জুটির দিকে। এই দু'জনের ওপর এটিকের ভাগ্য অনেকটাই ঝুলে আছে।