শুক্রবার ঘরের মাঠে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে, হিরো ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের দ্বিতীয় জয় লিখতে তৈরি নর্থইস্ট ইউনাইটেড এফসি,প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। বর্তমানে লিগ তালিকার মাঝখানে রয়েছে দ্য হাইল্যান্ডার্সরা,এই ম্যাচ জিতে নিজেদের জায়গাটা ধরে রাখতে চায় জন আব্রাহামের দল।প্রথম তিন ম্যাচে ড্র ও হারের সম্মুখীন হলেও, দিল্লি ডায়নামোস এফসি-এর বিরুদ্ধে ২-০ জিতে নিজেদের মনোবল বাড়িয়েছে নর্থইস্ট।এই আত্মবিশ্বাস নিয়েই বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে তারা। আশা করা যায় নর্থইস্ট-এর প্রধান কোচ জোয়াও দে দেউস নিজের দলকে ৪-৩-৩ ছকেই নামাবেন। দেউসের বাজি অবশ্যই মারসিনহো এবং হলিচরণ।দেউস বিরোধী শক্তিকে যথাযথ সম্মান দিয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত, তবে সেট পিসেই জোর দিচ্ছেন তিনি।

অন্যদিকে দ্য ব্লুসরা, গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-৪ হেরে একটু হলেও থমকে গেছে। এই ম্যাচে নিজেদের জয়ের রাস্তায় ফিরে আসতে তৈরি বেঙ্গালুরু। পরপর দু ম্যাচে জয়ের পরে লিগ টেবিলে এক নম্বর জায়গায় ছিল বেঙ্গালুরু। এই ম্যাচ জিতে টেবিলের এক নম্বর জায়গায় নিজেদের ধরে রাখতে চায় বেঙ্গালুরু।এরিক পারতালুকে দিয়ে বাজিমাত করতে চান বেঙ্গালুরুর কোচ অ্যালবারট রোকা।৩-৪-৩ ছকেই দল সাজাচ্ছেন তিনি। রোকা জানান শুক্রবারের ম্যাচ বেশ শক্ত, তবে তারা কঠিন হলেও এই ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বেঙ্গালুরু।