গোল করার পর গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে কেন সেলিব্রেশন? জানালেন এটিকের তরুণ তুর্কি অঙ্কিত 

২০১৯-এর ৩ মার্চ, এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে এটিকে-র উঠতি তারকা অঙ্কিত মুখার্জীর কাছে। আইএসএলে তাঁর প্রথম গোল শুধুই নয়, এসেছে অতি গুরুত্বপূর্ণ একটা জয়। যা গোটা দলকে অক্সিজেন জুগিয়েছে। ম্যাচ শেষে ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েবসাইটকে ঠিক কী কী বললেন অঙ্কিত? একবার দেখে নেওয়া যাক। 

হিরো আইএসএলে নিজের প্রথম গোল। কেমন অনুভূতি? 'দলের জন্য নিজের অবদান রাখতে পারলে খুব ভাল লাগে। এই গোলটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ একই সঙ্গে আমরা জিতেছি এবং সুপার কাপের জন্য যোগ্যতাও অর্জন করেছি। এটা আমার জন্য এবং দলের জন্য খুব প্রয়োজন ছিল।' একরাশ খুশি ধরা পড়ল অঙ্কিতের গলায়। 

গোল করার পর গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে স্পেশাল সেলিব্রেশনের কারণ কী? অঙ্কিত জানালেন, ' প্রথম দিনের ট্রেনিং থেকেই মাঠ এবং মাঠের বাইরে ও সবসময় আমাকে সাপোর্ট করে। সবসময় আমাকে উজ্জীবিত করে। সে জন্য আমার মাথায় ছিল, যদি কখনও গোল করতে পারি, তাহলে সোজা ওর কাছে গিয়ে সেলিব্রেট করব, কারণ ও আমাকে অনেক উৎসাহ দিয়েছে।' 

দুরন্ত গতিতে বারবার বিপক্ষ বক্সে ঢুকে পড়তে দেখা যাচ্ছিল। এর পিছনে কী পরিকল্পনা ছিল? রহস্য ফাঁস করলেন অঙ্কিত- 'আমি যখন মাঠে নেমেছিলাম তখন ১-০ গোলে জিতছিলাম। হেড  কোচ আমাকে বলেছিলেন প্রীতমকে যতটা সম্ভব সাহায্য করতে। আর বলেছিলেন, আমার গতিকে কাজে লাগিয়ে বলকে বিপদসীমার বাইরে পাঠাতে।'