চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লড়াই ছিল লিগ তালিকায় থাকা তৃতীয় আর চতুর্থ দলের। রবিবার সেই লড়াই অমীমাংসিত থাকল। দুই দলই ধরে রাখল নিজেদের, প্রথম চারে। কিন্তু চতুর্থ হিরো ইন্ডিয়ান সুপার লিগে এই ম্যাচ ড্র হওয়ায় পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা দলগুলির কাছে সামান্য হলেও  আশার আলো ফুটে উঠেছে। সেমিফাইনালের লড়াই এখন আরও উপভোগ্য।

দুর্দান্ত গোল করে জামশেদপুরকে এগিয়ে দিয়েছিলেন ওয়েলিংটন প্রিওরি। ফ্রি কিক পেয়েছিল জামশেদপুর। বল উঁচু হয়ে বক্সে পড়ার সময়ে চেন্নাইয়ের রক্ষণ বল ঠিকঠাক বিপদসীমার বাইরে পাঠাতে পারেনি। কালদেরনের হেডে উঁচু হয়ে বল গিয়েছিল বড় বক্সের ডানদিকে অপেক্ষারত ব্রাজিলীয় ফুটবলারের জন্য। চলন্ত বলে ডানপায়ের দুরন্ত ভলি প্রিওরির। চেন্নাইয়ের গোলরক্ষক করণজিৎ সিং নিজের ডানদিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। হিরো চতুর্থ আইএসএল-এ ২০০তম গোল এল ব্রাজিলীয় ফুটবলারের পা থেকে। পুরোপুরিই ব্যক্তিগত দক্ষতায় গোল। সাধারণত তুল্যমূল্য ফুটবল ম্যাচে এমন ব্যক্তিগত ঝলকই পার্থক্য গড়ে দেয়। সেই কারণেই তিনি ম্যাচের সেরা। আগের ম্যাচে তাঁর বাইসাইকেল কিকে দৃষ্টিনন্দন গোলের পর আবারও একটি দুরন্ত গোল।

নিজেদের মাঠে গোল খেয়ে সমতা ফেরাতে মরিয়া হয়েছিল চেন্নাইয়িন। কিন্তু স্টিভ কোপেলের দল যথারীতি দুর্ভেদ্য থাকতে চেয়েছিল রক্ষণে। এবারের প্রতিযোগিতায় এই ম্যাচের আগে মাত্র ১২ গোল হজম করেছিল জামশেদপুর রক্ষণ। এই ম্যাচে একটি গোলের পর ১৩ গোল। তবু্ও সর্বনিম্ন, দশ দলের তালিকায়। কোপেল বরাবরই বলে এসেছেন, গোল করা যেমন গুরুত্বপূর্ণ, গোল না খাওয়াও। সেই দর্শন ধরে রেখেই সেমিফাইনালের পথে এগোতে চাইছে এবারের আইএসএল-এ নবাগত জামশেদপুর এফসি। প্রথমার্ধের ২৫ মিনিটে পাসির পাস থেকে ফারুখ ফাঁকা গোলে হেড রাখতে পারলে হয়ত এই ম্যাচ থেকে তিন পয়েন্টই তুলে নিয়ে ফিরতে পারত কোপেলের দল।

চেন্নাইয়ের পক্ষে সমতা ফিরিয়েছিলেন পরিবর্ত হিসাবে মাঠে আসা মহম্মদ রফি, নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে। রেনে মিহেলিচের কর্নার ছিল দূরের পোস্টে। মহম্মদ রফিও ছিলেন অরক্ষিত। বিনা বাধায় লাফিয়ে হেড করে বল রেখেছিলেন গোলে। গোললাইনে দাঁড়িয়ে রাজু লাফিয়েও বলে মাথা ছোঁয়াতে পারেননি। সুব্রত কিন্তু বলের গতিপথ বুঝতে ভুলই করেছিলেন। বেরিয়ে এসেছিলেন গোললাইন ছেড়ে, কিন্তু বলের কাছাকাছি পৌঁছতে পারেননি। সেই গোলেই এল গুরুত্বপূর্ণ এক পয়েন্ট। হেরে গেলে জামশেদপুর ধরে ফেলতে পারত চেন্নাইয়িনকে। কিন্তু রফির গোল সুযোগ এনে দিল অভিষেক বচ্চনের দলকে, দু-পয়েন্টের ব্যবধানে তৃতীয় স্থানেই থেকে গেল তারা।

এখানে ম্যাচ হাইলাইট দেখুন: