খবর

    সব দিক থেকে দলে উন্নতি আনাটাই তাঁর চ্যালেঞ্জ, বলছেন লাল-হলুদের নতুন হেড কোচ রিভেরা

    হোসে মানুয়েল দিয়াজ দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পরে এতদিন এসসি ইস্টবেঙ্গলকে সামলেছেন রেনেডি সিং। দলে উন্নতিও এনেছেন তিনি। কিন্তু তা শুধু রক্ষণে। নতুন স্প্যানিশ হেড কোচ মারিও রিভেরা শুধু রক্ষণ নিয়েই সন্তুষ্ট থাকতে চান না। আক্রমণেও সমান  ভাবে উন্নতি করতে চান। এফসি গোয়ার বিরুদ্ধে ফিরতি লিগে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফুটবলে রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য জরুরি। তাই আক্রমণেও সমান ভাল খেলাও জরুরি এবং তিনি দলকে সেই জায়গাতেই আনতে চান। দলের অনেকেরই যে চোট, আইসোলেশন চলছে, তা স্বীকার করে নিয়ে মারিও স্পষ্ট জানিয়ে দেন, দলের সবাইকে বুধবারের ম্যাচে পাবেন না তিনি।

    এমন কঠিন সময়ে আমাদের পাশে থাকুন সবাই, সমর্থকদের আবেদন লাল-হলুদ কোচ রিভেরার

    পারিপার্শ্বিক অবস্থার মতো তাঁদের দলের মধ্যেও এক কঠিন সময় চলছে। কঠিন সময় না বলে বোধহয় দুঃসময় বলা ভাল। এই মরশুমে টানা এগারো ম্যাচে জয়হীন এসসি ইস্টবেঙ্গল। গত ও চলতি মরশুমে নিয়ে ধরলে টানা ১৫টি ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি তারা। এই অবস্থায় লাখ লাখ সমর্থকের ভেঙে পড়াই স্বাভাবিক।

    এসসি ইস্টবেঙ্গলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত অরিন্দমের

    এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কের পদ ছাড়লেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। শনিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন নিজের এই সিদ্ধান্ত। ক্লাবের পারিপার্শ্বিক পরিস্থিতির জন্যই যে এই সিদ্ধান্ত নিয়েছেন তিননি, সেই ব্যাখ্যাও দিলেন তিনি।

    বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত

    স্থগিত রাখা হল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচটি। ম্যাচটি হওয়ার কথা ছিল শনিবার সন্ধ্যায় ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কয়েক দিন পরে এই ম্যাচটি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ছন্দে ফেরা বেঙ্গালুরুকে হারিয়ে সেরা চারে ফেরার চ্যালেঞ্জ এটিকে মোহনবাগানের

    গত কয়েক দিনে হিরো আইএসএলের লিগ টেবলে যে ভাবে প্রতিদিন এক নম্বর দলের নাম বদলে যাচ্ছে, তাতে এটা স্পষ্ট যে, এই সময়ে মাঠে সক্রিয় না থাকলে ও সাফল্য না পেলে সেরা চারের মধ্যে থাকা অসম্ভব। এটিকে মোহনবাগানের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে।

    দলের ছেলেদের বলেছিলাম, ভারতীয়রাও যে পারে, তা দেখিয়ে দাও: রেনেডি সিং

    তিনটি ম্যাচের জন্য এসসি ইস্টবেঙ্গলের প্রশিক্ষণের দায়িত্ব নিয়ে যেন দেশের ফুটবল মহলে হইচই ফেলে দিয়েছেন দলের অন্তর্বর্তী কোচ রেনেডি সিং। তাঁর দেখানো রক্ষণনির্ভর ফুটবলের পথে হেঁটে দলের চরম দুঃসময়েও নিজেদের সামলান এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে তুমুল লড়াই করে যথেষ্ট আত্মবিশ্বাস অর্জন করেন লাল-হলুদ বাহিনীর ফুটবলাররা। এই আত্মবিশ্বাস অর্জন করাটাই তাঁর উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন রেনেডি। বলেছেন, “পরপর কয়েকটা ম্যাচে গোল না খেলে আত্মবিশ্বাস বাড়ে। আমাদের ছেলেরা সেটাই করতে পেরেছে”।

    প্রথম লেগ রিভিউ: সাফল্যহীন, তবু ক্রমশ লড়াইয়ে ফিরছে মরিয়া এসসি ইস্টবেঙ্গল

    বিদেশি ফুটবলার ও কোচেদের নিয়ে এসে ভারতীয় ফুটবলের দ্রুত উন্নতি— ছোট করে হিরো ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম উদ্দেশ্য যখন এটাই, তখন বলতে হবে, সেই উদ্দেশ্যে অনেকটাই সফল ভারতের এক নম্বর ফুটবল লিগ। এবং সেটা সবাইকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল।

    এমনই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের: রেনেডি সিং

    সম্ভবত তাঁর দায়িত্বে থাকা দলের শেষ ম্যাচের পরে এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ রেনেডি সিং মনে করেন গত তিন ম্যাচে একটা ব্যাপারই স্পষ্ট হয়েছে যে, দল একসঙ্গে লড়াই করলে সব কিছুই সম্ভব। তবে সারা ম্যাচে এত লড়াইয়ের পরে শেষ মুহূর্তে গোল খেয়ে হারটা তাঁর কাছে খুবই দুঃখের। ম্যাচের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেনেডি যা বললেন, তা তুলে দেওয়া হল।

    ৮৮ মিনিট লড়াইয়ের পর ইশান পন্ডিতার গোলে হার এসসি ইস্টবেঙ্গলের, শীর্ষে জামশেদপুর

    সারা ম্যাচে বিপক্ষকে আটকে রেখেও শেষ মুহূর্তের গোলে হার স্বীকার করতে হল এসসি ইস্টবেঙ্গলকে। ৮৮ মিনিটে ইশান পন্ডিতার গোলে পাঁচ নম্বর জয় পেয়ে লিগ টেবলের শীর্ষে উঠে গেল জামশেদপুর এফসি। লাল হলুদ বাহিনীর দুর্ভেদ্য রক্ষণ ভেদ করার চেষ্টা বারবার করেও সফল হলেন না গ্রেগ স্টিউয়ার্ট জর্ডান মারের মতো দুর্ধর্ষ অ্যাটাকাররা।

    জামশেদপুরের বিরুদ্ধে হয়তো ভারতীয় একাদশ নিয়ে লড়াই এসসি ইস্টবেঙ্গলের

    প্রথম লেগে একবারও জয়ের স্বাদ পায়নি তারা। দ্বিতীয় লেগে নিশ্চয়ই সেই স্বাদ পাবে, এমনই আশা নিয়ে দ্বিতীয় পর্বের অভিযান শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার সেই অভিযানের শুরুতেই প্রতিপক্ষ জামশেদপুর এফসি। প্রথম লেগের সূচনাও তারা করেছিল ইস্পাতনগরীর দলের বিরুদ্ধেই। ১-১ ড্র দিয়ে শুরু করে তারা। কিন্তু তার পরে দুই দলের পথ দুই দিকে বেঁকে গিয়েছে। কলকাতার দল ছ’টি ড্র ও চারটি হার নিয়ে থেকে গিয়েছে এগারো নম্বরেই। জামশেদপুর চারটি জয়, চারটি ড্র ও মাত্র দু’টি হার নিয়ে রয়েছে সেরা চারের মধ্যেই।

    প্রথম এগারোয় শুধু ভারতীয়দের খেলানো ছাড়া কোনও উপায় নেই: রেনেডি সিং

    মুম্বই সিটি এফসি-র মতো সেরা আক্রমণাত্মক দলের বিরুদ্ধে নামার আগে যা বলেছিলেন, জামশেদপুরের বিরুদ্ধে নামার আগেও অনেকটা সে রকমই বললেন এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ রেনেডি সিং।

    গোলের সংখ্যা বাড়াতে ব্রাজিলের তরুণ স্ট্রাইকার মার্সেলো আসছেন এসসি ইস্টবেঙ্গলে

    গোল ও জয়ের খরা দূর করতে এসসি ইস্টবেঙ্গল এ বার ব্রাজিল থেকে নিয়ে আসছে তরুণ স্ট্রাইকার মার্সেলো রিবেইরো দো সান্তোসকে। সোমবার এই খবর জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে।

    ওডিশা এফসি-র বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত

    স্থগিত রাখা হল শনিবারের এটিকে মোহনবাগান বনাম ওডিশা এফসি ম্যাচটি। ম্যাচটি হওয়ার কথা ছিল শনিবার সন্ধ্যায় ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কয়েক দিন পরে এই ম্যাচটি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবর্তিত দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে।