এখনও পর্যন্ত ৬টা হোম ম্যাচ খেলা হয়ে গেছে কেরালা ব্লাস্টার্সের। কিন্তু একটাও ম্যাচে জয় আসেনি। শুধু তাই নয়, এবারের আইএসএলে প্রথম ম্যাচে এটিকের বিরুদ্ধে জয় বাদ দিলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কেরালা। সেখানে দাঁড়িয়ে কেরালার মাঠে এটিকের রেকর্ড কিন্তু দুর্দান্ত। কোচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে অ্যাওয়ে টিম হিসাবে সবথেকে বেশি জয় পেয়েছে এটিকে (তিন ম্যাচ)। কালকের ম্যাচটারও জিততে পারলে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে বেশ ভাল জায়গাতে এসে যাবে কলকাতার দল।

এমন পরিস্থিতিতে শুক্রবার কেরালার মুখোমুখি হতে চলেছে এটিকে। ট্রান্সফার উইন্ডোতে প্রীতম কোটালকে সই করিয়ে ডিফেন্স অনেকটাই শক্তপোক্ত করে নিয়েছে স্টিভ কপেলের দল। অন্যদিকে আবার স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়া মাঝমাঠে বাড়তি শক্তি যোগ করতে তৈরি। এবং যেটা না বললেই নয়, এটিকের স্ট্রাইকিং ফোর্সে কালু উচের প্রত্যাবর্তন।

সবমিলিয়ে আইএসএলের দ্বিতীয় পর্বে রক্ষণ থেকে আক্রমণভাব সব বিভাগেই নিজেদের শক্তি বাড়িয়ে নিয়ে মাঠে নামতে চলেছে এটিকে। যে এটিকে-কে সামলানো সহজ হবে না যে কোনও প্রতিপক্ষের কাছেই। তবে ডেভিড জেমস সরে দাঁড়ানোর পর কেরালাও সম্মান পুনরুদ্ধার করতে মরিয়া। সবমিলিয়ে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় এটিকে এবং কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা।