আগামিকাল দিল্লির মাঠে দিল্লি ডাইনামোস এফ সির বিরুধ্যে নামতে চলেছে স্টিভ কপেলের এ টি কে যারা এখনও তাদের পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ। তাই এই ম্যাচ এ টি কে শিবির যেকোনো ভাবে জিততে মরিয়া।

ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেড কোচ কপেল জানান, “গত ম্যাচের লাল কার্ডটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আমরা তার আগে অবধি ম্যাচের আধিপত্য নিজেদের কাছেই রাখি। কিন্তু রালতে বেরিয়ে যাওয়াতে আমরা ১০ জনে হয়ে ১১ জনের বিপরীতে খেলতে হয় প্রায় ১ ঘণ্টার বেশি যেটা কখনই সম্ভব নয়।“

অর্ণব মণ্ডল আর প্রবীর দাস কে নিয়ে কপেল এখনও কোন আসার খবর শোনাতে পারেনি। তবে তিনি জানান, “অর্ণব কে আমরা কয়েকটা ম্যাচ পর থেকেই পেতে পারি সম্পূর্ণ সুস্থ অবস্থায় কিন্তু প্রবীরকে এই মরসুমে পাওয়া যাবে না ভেবেই ধরে রেখেছি।“

গত বছর দিল্লিতে অনেক ম্যাচে দূষণের কারনে খেলোয়াড় ও কোচেদের মাস্ক পরে মাঠে নামতে দেখা যায়, এই নিয়ে প্রশ্ন করা হলে কপেল জানান, “প্রকৃতি আমাদের হাতে নেই, তাই এই নিয়ে আমাদের কিছু করার নেই। তবে এখন অবধি দিল্লিতে এসে এরকম কোন সমস্যার সম্মুখিন হতে হয়নি। আশা করি কালও হবে না।“

কপেল কে তার দলের এত ভাল দল থাকা সত্ত্বেও এরকম খারাপ সুরুর জন্য জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমরা মাথে নেমে সেরাটা এখনও দিতে পারেনি বা দিছি না। আমাদের সব রকম পরিকল্পনা মাঠে নেমে থিক মত কাজে লাগাতে হবে। লকার রুম বা ড্রয়িং বোর্ডে এঁকে ফুটবল হয় না। তবে আমি কোন অজুহাত দেব না। এবার জেতা ছাড়া কোন উপায় নেই।“

শেষ করার আগে তিনি জানিয়ে যান যে কোমল থাটাল খুব ভাল খেলছে প্র্যাকটিসে এবং তাকে খুব শিগগিরি প্রথম দলে জায়গা করে নিতে দেখা যাবে।

অন্যদিকে, দিল্লি ডাইনামোস এফ সি হেড কোচ জসেপ গাম্বউ জানান, “আমরা ২ সপ্তাহ মত সময় পেয়েছি এই ম্যাচের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য। সেই ভাবে তৈরি হয়েই মাঠে নাম্ব। এ টি কে এই আই এস এলে সব থেকে ভারসাম্যপূর্ণ দল। আগের দুত ম্যাচের ফলের অপর এ টি কে কে বিচার করলে মস্ত বর ভুল হবে। কাল আমরা জেতার জন্যই নামব।“