বৃহস্পতিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে এটিকের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হল বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধে নিজের হেড দিয়েই দুই দলের পার্থক্য বুঝিয়ে দিয়েছিলেন এদিনের ম্যাচের সেরা এরিক পারতালু। এই মুহূর্তে দুই নম্বরের থেকে ৬ পয়েন্ট বেশি পেয়ে ব্লুজরা লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, এটিকে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ তালিকার ষষ্ঠ স্থানে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে বেঙ্গালুরুর প্রধান কোচ কার্লেস কুয়াড্রাট ম্যাচ নিয়ে নিজের মতামত জানিয়েছেন। চলতি মরসুমে লিগ শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসির এরিক পারতালু নিজেকে অন্যতম সেরা মিডফিল্ডার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন, আর পারতালুর প্রশংসায় পঞ্চমুখ বেঙ্গালুরু কোচ। তিনি জানিয়েছেন, “আমি এরিকের খেলায় খুব খুশি। তিনি দারুন কাজ করেছেন। বিপক্ষের বক্সে ঢুকে গোল করা সব সময় বেশ ভাল লাগে। চলতি মরসুমে এটা তাঁর দ্বিতীয় গোল, তাই তাঁর খেলায় আমি খুব খুশি।”  

এছাড়াও ম্যাচ চলাকালীন দলের চোটের দিকেও আলোকপাত করেছেন কুয়াড্রাট। সাংবাদিক সম্মেলনে এসে নিশু কুমার এবং রিনো অ্যান্টোর চোটের কথা জানালেন। তিনি জানিয়েছেন "মনে হচ্ছে রিনোর হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়েছেন। এটি স্বাভাবিক হতে মোটামুটি এক মাস সময় লাগবে। তাই, সে জানুয়ারিতেই ফিরে আসবে। নিশুর ব্যাপারে তিনি জানিয়েছেন, হাঁটুতে চোট পেয়েছেন নিশু। তাঁর ঠিক কি হয়েছে সেটা পরীক্ষা করতে  নিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।" সাংবাদিক সম্মেলনে এসে বেঙ্গালুরু কোচ কুয়াড্রাট এই কথা জানিয়েছেন।  

জয় পেলেও বেঙ্গালুরুর ডিফেন্স নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কুয়াড্রাটকে। এটিকে অনেক বারই গোলের মুখে  পৌঁছে গিয়েছিল। তবে এই প্রশ্নের পরে দলের ডিফেন্ডারদের পাশে দাঁড়িয়েছেন কুয়াড্রাট।

এটিকের দিক থেকে তাঁদের প্রধান কোচ স্টিভ কোপেল ম্যাচের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে উপস্থিত হয়েছিলেন। ইংলিশম্যান তার দলের বারবার মিস করায় হতাশ হয়ে পড়েছিলেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু কোপেল জানান, দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। তিনি বলেন, "আমি মনে করি আমরা ভাল দল। আমি মনে করি আমরা দলে নিয়ন্ত্রণ রেখেছিলাম। আমরা বেশকিছু সুযোগ তৈরি করেছিলাম, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। আমি মনে করি আমরা তিন থেকে চারটে বড় সুযোগ তৈরি করেছে।"

কোপেল আরও জানিয়েছেন, "সামগ্রিকভাবে, লিগের সেরা দলের বিরুদ্ধে আমার ছেলেদের পারফরম্যান্স ভালই ছিল, আমি আমার খেলোয়াড়দের থেকে আর বেশি কিছু চাইতে পারিনা। আমাদের ছেলেরা অনেক সুযোগ তৈরি করেছিল (যেগুলো ছিল দুর্দান্ত) এবং আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছিলাম,"।