ফের বেঙ্গালুরুর কাজে হার স্বীকার করল এটিকে। বৃহস্পতিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে চতুর্থ সাক্ষাতেও হারল তারা। এদিনের ম্যাচের ফল ১-০, ম্যাচের একমাত্র গোলটি করলেন বেঙ্গালুরুর ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক পারতালু। তবে এদিন প্রথম নয়, প্রথম লেগেও এটিকের বিরুদ্ধে গোল করেছিলেন এই অজি তারকা।

এদিন ম্যাচের প্রথম থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপিয়ে ছিল এটিকে। নিজের ঘর বাঁচিয়ে বিপক্ষের বক্সে বারবার আক্রমন তুলে ছিলেন বলওয়ান্ত সিং, কিন্তু এদিনও ব্যর্থতার সম্মুখিন হতে হয় তাঁকে।  তবে গোল করার সুযোগ এসেছিল উদান্ত সিং-দের কাছেও, কিন্তু তাঁরাও ব্যর্থ হন। ম্যাচের ৩৭ মিনিটে কেইন লুইসের বারানো বলে দুরন্ত হেড দিয়ে ব্যবধান বাড়ান এদিনের ম্যাচের সেরা এরিক পারতালু।

পিছিয়ে পড়ার পরে আক্রমনের ঝাঁঝ বাড়িয়েছিল এটিকে, দ্বিতীয়ার্ধে বলওয়ান্তকে তুলে কমল থাতালকে মাঠে নামিয়ে মাস্টার স্ট্রোক দিতে চেয়েছিলেন স্টিভ কোপেল। কিন্তু তাঁর ভাবনা এদিন কাজে আসেনি। এরপরে এভার্টন স্যান্টোসকে তুলে এলি বাবলজকে নামান, তিনিও এদিন গোলের মুখ খুলতে পারেননি। অবশেষে আন্দ্রে বিকেকে বসিয়ে নাসির এল মিমঔনিকে নামান। এরপরেও সাফল্যের মুখ দেখতে পাননি স্টিভ। শেষ পর্যন্ত ভাল ফুটবল খেলেও, বেঙ্গালুরুর মাঠে তিন পয়েন্ট রেখে আসতে হল তাদের।  

এরফলে চাপ বেড়েছে এটিকের। কারণ এমুহূর্তে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে রইল তারা। প্রথম চারে ওঠার লড়াইটা বেশ কঠিন হয়ে দাঁড়াল দু’বারের চ্যাম্পিয়নদের সামনে। কারণ এদিন ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখল বেঙ্গালুরু, তাদের সংগ্রহ ১১ ম্যাচে ২৭ পয়েন্ট। এটিকে-কে শেষ চারে উঠতে গেলে মরসুমের প্রায় ৩০ পয়েন্টের লক্ষ্য রাখতে হবে।  আর সেটা করতে গেলে বাকি ৬ ম্যাচে এটিকেকে তুলতে হবে প্রায় ১৪ পয়েন্ট। যেটা অসম্ভব না হলেও সহজ নয়। এদিনের ম্যাচের পরে লম্বা ছুটিতে যাবে দল, তাই বড়দিনের ছুটিতে লিগ টেবিলের চারে ওঠার এই অঙ্ক শান্তিতে থাকতে দেবেনা এটিকে-কে। তাই বলা যেতেই পারে বড়দিনের আগে খুশির খবর এলো না এটিকে শিবিরে।   

অন্যদিকে বড়দিনের আগেও গোলের ক্ষরা কাটছে না ব্লুজদের অধিনায়কের। দল জিতলেও এদিনও গোল পেলেন না বেঙ্গালুরু সুনীল ছেত্রী। মীকু না থাকার অভাবটা বেশ ভাল ভাবেই টের পাচ্ছে দল। জিতলেও এদিনের ম্যাচে বেঙ্গালুরুর ঘুম উড়িয়ে দিয়েছিল টিম এটিকে।    

এখানে ম্যাচ হাইলাইট দেখুন: