লিগ টেবলের চার নম্বরে থাকা দল নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে তাদের ঘরের মাঠে তিন গোলে হারানোর অন্যতম নায়ক ডেভিড উইলিয়ামস জানালেন এই ম্যাচের অভিজ্ঞতার কথা। রয় কৃষ্ণার সঙ্গে তাঁর বন্ধুত্ব কী ভাবে তাঁদের পারফরম্যান্সে প্রভাব ফেলছে, indiansuperleague.com-কে সে কথাও শোনালেন তিনি। 

গোলটা নিয়ে কী বলবেন, ডেভিড?

আগে মনে করতে দিন! প্রবীরের ক্রসটা বেশ ভাল ছিল। আমি তখন বক্সে ঢুকছিলাম। আমাকে তখন ঠিকমতো ফিনিশ করতেই হত। সেটাই করলাম। বলটা প্রবীর বেশ ভাল দিয়েছিল। গোলটা করতে আমাকে ভাল সাহায্য করেছ ও।

আজ কোন কোন জায়গায় আপনারা এগিয়ে ছিলেন?

আমরা অনুশীলনে প্রচুর খেটে চলেছি। নিজেদের বেসিকগুলো নিয়ে অনেক বেশি কাজ করেছি। আমাদের দলটা খুব ভাল। ক্রমশ উন্নত ফুটবল খেলছি আমরা। আজ অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ ছিলাম আমরা। যখনই আমরা বল পেয়েছি, তখনই তা কাজে লাগিয়েছি। সুযোগ পেয়েছি অনেক। তবু তিন গোলে জিতলাম। লড়াই করছি আমরা। এ ভাবে কৌশল অনুযায়ী খেলে যদি লড়াই করতে পারি, তা হলে সেরা দল হয়তো আমরা হতে পারি।  

রয় কৃষ্ণার সঙ্গে আপনার বোঝাপড়া তো খুবই ভাল দেখা যাচ্ছে।

সঠিক মনে করতে পারছি না, তবে ১২ মাসের বেশি হয়ে গেল আমরা একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে ভাল বন্ধুত্ব আছে। তাই ভাল বোঝাপড়াও আছে। আমরা রুমমেট। তাই নিজেদের মধ্যে প্রচুর কথাবার্তা বলি। একসঙ্গে প্রচুর সময় কাটাই। বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে কথা হয়। আমাদের আরও ভাল খেলতে হলে কী করা উচিত, কার কোন জায়গায় সমস্যা হচ্ছে, এ সব নিয়ে আলোচনা হয়। যার প্রভাব খেলাতেও পড়ছে। 

এই জয়ের ফলে আপনারা ফের লিগ টেবলের শীর্ষে চলে গেলেন। এ বার কি মনে হচ্ছে আপনারা চ্যাম্পিয়নশিপের দাবিদার?

অবশ্যই। এখন পর্যন্ত আমরা শীর্ষেই আছি। কোচের কথামতো এখন আমাদের আরও ভাল ফুটবল খেলতে হবে। সৌভাগ্যক্রমে কয়েকটা ম্যাচ আমরা ড্র রাখতে পেরেছি। তবে আজকের ম্যাচে আমরা ভাল লড়াই করেছি। ডিফেন্সে আমাদের নিয়ন্ত্রণ ছিল। তবে মরশুমের শেষে কারা লিগ টেবলের শীর্ষে থাকবে, সেটা বলা কঠিন। শীর্ষে থাকতে গেলে এই ম্যাচ থেকে যে আত্মবিশ্বাসটা পেলাম আমরা, তা বজায় রাখতে হবে। পরের ম্যাচগুলোতেও ভাল খেলতে হবে। 

আজকের ম্যাচ থেকে পজিটিভ কী কী পেলেন?

অ্যাওয়ে ম্যাচে তিন গোল! লিগ টেবলে আবার শীর্ষে, এর চেয়ে বড় পজিটিভ আর কী হতে পারে? এই আত্মবিশ্বাসটা পরের ম্যাচেও কাজে লাগবে আমাদের। পরের ম্যাচ আরও কঠিন হবে। কলকাতায় ফিরে নিজেদের আরও ঘষামাজা করতে হবে। আরও পরিশ্রম করতে হবে পরের ম্যাচের প্রস্তুতির জন্য।

গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ। ওরাও আপনাদের মতো অ্যাটাকিং ফুটবল খেলে। কী ভাবে সামলানোর পরিকল্পনা করছেন?

কলকাতায় ফিরে এই নিয়ে ভাবা যাবে। পরের ম্যাচের আগে কয়েকদিন অনুশীলন হবে আমাদের। নিজেদের ফের চাঙ্গা করে নিয়ে পরিশ্রম শুরু করতে হবে। তার পরে আগামী ম্যাচের কৌশল নিয়ে বসব আমরা। আশা করি সব ঠিকঠাকই হবে।