রবিবার ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর দলের জেতা উচিত ছিল বলে মনে করেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে ম্যাচটা ড্র রাখতে পেরেও তিনি অখুশি নন। রবিবার ম্যাচের পরে তিনি সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা গোল করার আগেই ম্যাচটা জেতার সুযোগ পেয়েছিলাম। প্রতি ম্যাচেই আমরা তিন পয়েন্ট জিততে চাই। কিন্তু এই পয়েন্টও খারাপ নয়। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ”।

রবিবার ফতোরদা স্টেডিয়ামে ১-১ ড্র করে মাঠ ছাড়ে দুই দল। নাগাড়ে আক্রমণ ও প্রতি আক্রমণের জেরে উত্তেজনায় ঠাসা ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে এডু গার্সিয়ার অসাধারণ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। তবে এই গোলের দশ মিনিটের মধ্যে কর্নার থেকে দুরন্ত এক সুযোগসন্ধানী গোলে সমতা আনেন এফসি গোয়ার তরুণ ফরোয়ার্ড ইশান পন্ডিতা।

হাবাস মনে করেন, এফসি গোয়ার মতো ভাল দলের বিরুদ্ধে গোলের সুযোগ বেশি পাওয়া কঠিন। তাই কম গোলের সুযোগ পেয়েই তা কাজে লাগাতে হয়। বলেন, “দুটো বড় দলের মধ্যে একটা বড় ম্যাচে বেশি গোলের সুযোগ তৈরি হয় না। খুব বেশি হলে চার-পাঁচ বা ছ’টা গোলের সুযোগ আসে হয়তো। সেগুলোই কাজে লাগাতে হয়। হয়তো ম্যাচটা আমাদের ছেলেরা হারতে ভয় পাচ্ছিল। তবে আমি ওদের পারফরম্যান্সে খুশি”।

হাবাস এক পয়েন্টে সন্তুষ্ট হলেও এফসি গোয়ার কোচ হুয়ান ফেরান্দো কিন্তু ড্রয়ে খুশি নন। তিনি ম্যাচের পরে বলেন, “প্রতি ম্যাচেই আমরা তিন পয়েন্ট পাওয়ার জন্য নামি। আজকের ম্যাচে আমরা অনেক বেশি সুযোগ পেয়েছিলাম। ম্যাচের পরে ড্র-টা তাই আমাদের পক্ষে যথার্থ ফল নয়”।

দুই দলের গোলমুখী শটের পরিসংখ্যান তুলে তিনি মন্তব্য করেন, “আমরা গোলে দশটা শট নিয়েছিলাম। আসলে গোলের বড় সুযোগ না পাওয়াটাই বেশি চিন্তার”। এ দিন এটিকে মোহনবাগান সারা ম্যাচে যেখানে দু’বার গোলে শট নেয়, সেখানে এফসি গোয়ার গোলমুখী শটের সংখ্যা ছিল আট। ফেরান্দোর দলের বল পজেশন ছিল ৬৩ শতাংশ।

তবে গোয়ার কোচ মনে করেন, তাঁর দল চাইলে বল দখল আরও বাড়াতে পারত। তিনি বলেন, “আমরা বিপক্ষকে চাপে রেখেছিলাম, রক্ষণও যথেষ্ট ভাল হয়েছে। তবে বল দখল আরও বাড়তে পারত আমাদের। তবে ওদের গোলটা একেবারে নিখুঁত হয়েছে। আমাদের বল পা-ছাড়া হতেই একটা বাজে ফাউল হয়ে যায়। গোলটা অসাধারণ”।

নিজেদের গোলদাতা ইশান পন্ডিতাকে নিয়ে ফেরান্দো বলেন, “ওর সঙ্গে আমার রোজ কথা হয়। সেট পিস ও পজিশনাল অ্যাটাকে ও দুর্দান্ত। তবে ওকে প্রেস ও বল কন্ট্রোলে আরও উন্নতি করতে হবে”।