বুধবার ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড উন্মোচন করল এ বারের হিরো আইএসএলে লিগজয়ীদের শিল্ড। যে দল লিগ পর্বে এক নম্বর হবে, তাদের দেওয়া হবে এই রুপোর শিল্ড। সঙ্গে তারা পাবে ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কারও। এ বারেই প্রথম হিরো আইএসএলের লিগ পর্বের সেরা দল সরাসরি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। তাই এ বার তাদের জন্য এই স্মারক।

চলতি হিরো আইএসএলে এফসি গোয়া ও এটিকে এফসি-র মধ্যে এই আকাঙ্খিত স্থানে পৌঁছনোর লড়াই তুঙ্গে উঠেছে। যে কোনও একটি দল এক নম্বরে থেকে লিগ শেষ করতে পারে। ইতিমধ্যে নক আউট পর্বে দুই দলই উঠে পড়েছে। তিন পয়েন্টের ব্যবধান নিয়ে এটিকে-র চেয়ে এগিয়ে রয়েছে এফসি গোয়া। বুধবার সন্ধ্যায় লিগে তাদের শেষ ম্যাচে জামশেদপুর এফসি-কে হারাতে পারলে এক নম্বর জায়গাটা সুনিশ্চিত করতে পারবে গোয়ার দলটি। এই জামশেদপুরের কাছেই ঘরের মাঠে ০-১ হেরেছিল গোয়া।

এই ম্যাচে ড্র করলেও গোয়া এক নম্বর হয়েই লিগ শেষ করতে পারবে। কারণ, গত ম্যাচে এটিকে চেন্নাইন এফসি-র কাছে হেরে যাওয়ায় তারা তিন পয়েন্টে পিছিয়ে পড়েছে। এখন একমাত্র শেষ ম্যাচে গোয়ার হারই তাদের এক নম্বর হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করবে। সেক্ষেত্রে শনিবার বেঙ্গালুরু এফসি-কে হারাতে পারলে কলকাতার দলই এক নম্বর হিসেবে শেষ করবে।

এক নম্বর দলের খেলোয়াড়দের হাতে তাদের ঘরের মাঠের সেমিফাইনাল ম্যাচে এই স্মারক তুলে দেওয়া হবে। ২২ ইঞ্চি ব্যাসের এই শিল্ডটির ওজন পাঁচ কেজি এবং এটির ডিজাইন হিরো আইএসএল ট্রফির আদলে তৈরি করা, যার মাঝখানে রয়েছে একটি রুপোর ফুটবল।