হিরো ইন্ডিয়ান সুপার লিগের খেতাব এ বার কে পাবে, তা জানা যাবে আগামী ১৪ মার্চ। মার্চের দ্বিতীয় শনিবারে হতে চলেছে হিরো আইএসএলের ফাইনাল। মঙ্গলবার নক আউট পর্বের যে ক্রীড়াসূচি প্রকাশ করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল), তাতে ফাইনালের জ্ন্য এই দিনটাই নির্ধারিত করা হয়েছে। তবে কোথায় হবে এ বারের ফাইনাল, তা এখনও ঠিক হয়নি।

ফুটবলপ্রেমীদের সুবিধার্থে এ বার নক আউটের ম্যাচগুলি হবে সপ্তাহান্তে, অর্থাৎ শনি-রবিবার। প্রথম সেমিফাইনাল হবে ২৯ ফেব্রুয়ারি, শনিবার এবং ১ মার্চ, রবিবার। সেমিফাইনালের ফিরতি লেগ হবে ৭ মার্চ, শনিবার ও ৮ মার্চ, রবিবার। আর ফাইনাল, ১৪ মার্চ।

তবে এ বারের হিরো আইএসএল চ্যাম্পিয়নের মতো লিগ পর্বের এক নম্বর দলেরও উচ্ছ্বসিত হওয়ার যথেষ্ট কারণ থাকবে। কারণ, লিগ টেবলের এক নম্বর সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। আর তারাই যদি চ্যাম্পিয়ন হয়, তা হলে তা হবে সোনায় সোহাগা। লিগের সেরারা চ্যাম্পিয়ন হতে না পারলেও কম গর্বিত হবে না তারা। কারণ, ২০২১ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার মতো অনন্য সন্মান অর্জন করবে তারা। এর আগে কোনও ভারতীয় ক্লাব দল যে এশীয়সেরা এই ক্লাব টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পায়নি কখনও।

কারা হবে লিগ পর্বের সেরা দল, ২৫ ফেব্রুয়ারি তা জানা যাবে । আপাতত এটিকে এফসি (২৭ পয়েন্ট), এফসি গোয়া (২৭) ও বেঙ্গালুরু এফসি (২৫) এই দৌড়ে এগিয়ে রয়েছে। তবে চার রাউন্ডের খেলা যেহেতু এখনও বাকি, তাই শেষ পর্যন্ত কারা এক নম্বরে থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাবে, তা এখন থেকেই বলা কঠিন।

এটিকে-র ম্যাচ বাকি জামশেদপুর এফসি (২ ফেব্রুয়ারি), ওডিশা এফসি (৮), চেন্নাইন এফসি (১৬) ও বেঙ্গালুরু এফসি-র (২২) বিরুদ্ধে। এর মধ্যে ৮ ও ১৬ ফেব্রুয়ারির ম্যাচ কলকাতায়। অন্যগুলো বিপক্ষের শহরে।