বেশ কয়েকদিন হল, এটিকে শিবিরে যোগ দিয়েছেন ট্রান্সফার উউন্ডোতে তাদের মাস্টার স্ট্রোক এডু গার্সিয়া। চুটিয়ে অনুশীলনও করছেন। ২৫ জানুয়ারি থেকেই মাঠে নেমে পড়তে মরিয়া। এবং জানিয়ে দিলেন, এটিকে-কে লক্ষ্যের দিকে এগিয়ে দেবেন। 

এটিকে-কে স্প্যানিশ মিডফিল্ডার বললেন, 'এটিকে-তে এসে আমি খুব খুশি। আমার কাছে এটা দারুণ চ্যালেঞ্জ। ওরা যখন আমাকে প্রস্তাব দিল, কোনওরকম দ্বিধা না করেই চলে এলাম। সমর্থকরা দারুণ, ক্লাবের পরিবেশও দুর্দান্ত। আমার বিশ্বাস, আমি এটিকে-কে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করতে পারব।' 

মাঝমাঠে তাঁর সঙ্গী স্প্যানিশ সতীর্থ লাংজারোত্তি। যার সঙ্গে আগেও খেলেছেন। যিনি ইতিমধ্যেই মন জিতে নিয়েছেন এটিকে সমর্থকদের। তাঁকে নিয়ে বললেন, 'স্পেনে আমি লাংজার সঙ্গে খেলেছি। ও খুব ভাল ফুটবলার। এখানে আসার আগেই ও আমাকে বলেছে, এটিকে দারুণ ক্লাব। আমাদের বিশ্বাস আমরা সবাই মিলে ভাল কিছু করে দেখাব। বিদেশি ফুটবলাররা তো ভালই। সেই সঙ্গে বলতে হবে, দেশিয় ফুটবলাররাও খুব ভাল। সবমিলিয়ে আমাদের খুব ভাল একটা টিম।'