রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসের পরে এ বার এটিকে মোহনবাগানে আসছেন অস্ট্রেলিয়ার এ লিগে খেলা আর এক ফুটবলার ব্র্যাডেন ইনম্যান। এ লিগ ক্লাব ব্রিসবেন রোর-এর হয়ে খেলা এই মিডফিল্ডার আসন্ন মরশুমে সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন।

ঐতিহাসিক ক্লাবের চুক্তিতে সই করে গর্বিত ২৮ বছর বয়সি এই প্রতিভাবান মিডফিল্ডার বলেন, “এমন এক ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। ভারতে ফুটবলের দ্রুত উন্নতি করছে। এমন একটা দেশের নামী ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। ক্লাবের সতীর্থদের সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে রয়েছি। আর অপেক্ষা করতে পারছি না যেন। এ বার হিরো আইএসএলের খেতাব ধরে রাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই আমি। এশিয়ার ফুটবলে সফল হতে চাই”।

যুব ফুটবলার হিসেবে নিজের কেরিয়ার ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের হয়ে শুরু করার পরে তিনি ক্রিউ আলেকজান্দ্রা ক্লাবে যোগ দেন ২০১৩ সালে। ২০১৯ পর্যন্ত তিনি ইংলিশ লিগের পিটারবোরো ইউনাইটেড, রোশডেল এএফসি-র হয়ে খেলেন। ২০১৯-২০ মরশুম শুরুর আগে তিনি নিজের দেশে ফিরে আসেন ও ব্রিসবেন রোর-এ যোগ দেন। সেই মরশুমে তাঁর ক্লাব কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌছেছিল। সারা মরশুমে ২৫টি ম্যাচ খেলে চারটি গোল করেন এবং পাঁচটি গোলে সাহায্য করেন। । যুব ও অনূর্ধ্ব ২১ আন্তর্জাতিক ফুটবলে তিনি স্কটল্যান্ডের প্রতিনিধিত্বও করেছেন।

ব্র্যাডেন ইনম্যান মাঝমাঠে থাকলে দলের মাঝমাঠ গতিময় থাকার সম্ভাবনা প্রবল। রয় কৃষ্ণার ও ডেভিড উইলিয়ামসের ক্ষিপ্রতার সঙ্গে তাল মিলিয়ে মাঝমাঠ থেকে তিনি বল বাড়াতে পারবেন, এমন পরিকল্পনা নিয়েই তাঁকে দলে নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসন্ন মরশুমে এটিকে মোহনবাগান দলের মাঝধমাঠের শক্তি আরও বাড়াতে পারেন কি না এই মিডফিল্ডার, সেটাই এখন দেখার।